#৩৮

423 15 2
                                    

#আকাশ_পাঠাবো_তোমার_মনের_আকাশে
#নাইমা_জাহান_রিতু
#পর্ব_৩৮

বাসা থেকে দীপার ভার্সিটির উদ্দেশ্যে বেরুলেও মত ঘোরালো ইশরাক। তার জীবনে ভালোবাসার কিছু কৌশল রয়েছে। এই যেমন দীপার ডাকে সাঁড়া না দেওয়াটা অভদ্রতা। তবে কিছু ক্ষেত্রে অভদ্রতা করা উচিৎ। প্রথম দেখায় দীপাকে যেভাবে ভালোলেগে গিয়েছিল তার, সেভাবেই গিয়ে যদি প্রেম নিবেদন করতো তবে সে দীপার কাছে সস্তা হয়ে যেত। আর সত্যিকারের প্রেমিক পুরুষ কখনোই তার ব্যক্তিত্ব হারিয়ে সস্তা হতে পারে না। সেইসাথে মেয়েরাও সস্তা জিনিসের প্রতি খুব কম ঝোকে। কারণ, তারা এমন কিছুর পেছনে দৌড়ানোটা উত্তম মনে করে যা হাতে আসাটা বেশ দুঃসাধ্য একটি ব্যপার। তাই তার ভালোবাসার কৌশল মোতাবেক দীপাকে প্রথম দেখেই তার মাথায় প্রথম যা এসেছিল, তা হলো মেয়েটিকে বিভ্রান্ত করা। প্রচুর বিভ্রান্ত করা। কারণ, মেয়ে জাতীকে বিভ্রান্ত করার মাঝেও একটি আলাদা সুখ রয়েছে। কারণ, মেয়েটি তখন তাকে নিয়ে ভাবতে শুরু করে। ভাবে লোকটি এমন কেনো? তার মতো সুন্দরী একটি তরুণীকে লোকটির চোখে পড়েনা? কেনো এভাবে তাকে হেয় করে? এর ফলে তার মনে যেমন একটি জায়গা করে নেয়া যায় তেমনই মেয়েটির ব্রেইনেও কয়েকদফা ঘাটাঘাটি করা যায়। একটি সিগারেট ধরিয়ে আরাম করে রিক্সায় বসলো ইশরাক। তারপর রিক্সা চালককে রিক্সা ঘোরাতে বলে ফোন সাইলেন্ট করে সিগারেটের ধোঁয়া ছাড়লো নাকমুখ দিয়ে। ভাবির অতীত, তা শরীফের মাধ্যমে জেনে নেয়া যাবে। করুক না দীপা অপেক্ষা! হ্যাঁ, অপেক্ষা.. জিনিসটি কিছু সময় মানুষকে আনন্দ দেয়, কিছু সময় দেয় অশ্রু। এর মাঝে দীপাকে কী দেবে? আনন্দ নাকি অশ্রু?

ক্লাস শেষে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো দীপা। তবে ইশরাকের কোনো ছায়া না পেয়ে হতাশ হলো। লোকটি তাহলে আসলোই না? তবে কি সে ভুল? লোকটি তাকে ভালোবাসে না? লোকটি চায়না তার বোন এবং দুলাভাইয়ের সম্পর্ক নতুন এক মোড়ে এসে দাঁড়াক? কান্না পেল দীপার। নিজের দু'হাত দিয়ে চোখজোড়া চেপে ধরলো সে। কাঁদবে না সে.. কোনোভাবেই কাঁদবে না। লোকটি আগেও তাকে অপমান করেছে, আজও করলো। অনাকাঙ্খিত কিছু তো করেনি। তবে কেনো তার কান্না পাচ্ছে.. কষ্ট হচ্ছে? কিন্তু কেনো এল না লোকটি? তার গার্লফ্রেন্ডকে নিজের পায়ের জুতো বলায়? নিজের মনকে হাজার বুঝিয়েও শান্ত করতে পারলো না দীপা। সিদ্ধান্ত নিল দ্যুতিকে সবটা জানানোর।

আকাশ পাঠাবো তোমার মনের আকাশে Where stories live. Discover now