#৩৭

347 14 0
                                    

#আকাশ_পাঠাবো_তোমার_মনের_আকাশে
#নাইমা_জাহান_রিতু
#পর্ব_৩৭

-শুনলাম তুমি তোমার ফুপুর প্রস্তাবে না করেছো?
-জ্বি।
-কিন্তু কেনো? মৌমিকে তোমার পছন্দ নয়?
-না.. তাছাড়া আমি ওকে ছোট বোনের মতো দেখি।
খেঁকিয়ে উঠলেন ইকবাল চৌধুরী।
-ছোট বোনের মতো কেনো দেখো? ও তোমার বাবার মেয়ে না মায়ের মেয়ে? মৌমিকে ছোট বোনের মতো দেখতে তোমাকে কে বলেছে?
-কেউ বলেনি।
-তাহলে কেনো দেখো? তাছাড়া সবাইকেই কেনো পছন্দ হতে হবে? একটা পছন্দ করে বিয়ে করে তো বারোটা বাজালে!
নড়েচড়ে বসলো ইশতিয়াক। স্থির গলায় বললো,
-আমি এখন বিয়ে করতে চাইছি না। আমার সময় প্রয়োজন। মোট কথা আমি একটা সম্পর্ক থেকে না বেরিয়ে অন্য সম্পর্কতে জড়াতে চাইনা।
-কিন্তু সময় দিলে আমার মনে হয় না তোমাকে সুস্থ সবল হিসেবে আমরা কখনো দেখতে পাবো।
কপাল কোঁচকালো ইশতিয়াক।
-কেনো পাবেন না? আমি ঠিক আছি।
-কত ঠিক আছো তা তো দেখতেই পাচ্ছি! কাল সারারাত ধরে ঘরে একাএকা গুনগুনিয়েছো। এতটা পাগলামি কেনো ইশতিয়াক? ওই মেয়ের জন্য? যে কিনা হাজারটা পুরুষের.. ছিঃ! ছিঃ!বলতেও লজ্জা লাগে।
মাথা নিচু করে বসলো ইশতিয়াক।
ইকবাল চৌধুরী বললেন,
-খাওয়াদাওয়াও ঠিকঠাক ভাবে করছো না। এভাবে তো অসুস্থ হয়ে যাবে।
-আমাকে সময় দিন।
-তুমি আগে বলো মৌমিকে বিয়ে করতে তোমার কি কোনো সমস্যা আছে?
একদন্ড ভেবে ইশতিয়াক বললো,
-নেই। তবে আমি এখন ওকে বিয়ে করতে চাইছি না। না ও কোথাও যাচ্ছে। আর না আমি। তাহলে আব্বা প্লিজ আমাকে জোর করবেন না।
-প্রথমবার তোমার পছন্দের গুরুত্ব দিয়ে আমি আচার অনুষ্ঠান পালন করে মেয়েটিকে তুলে এনেছিলাম। অথচ আজ তুমি আমার কথার গুরুত্ব দিচ্ছো না?
-আমি আপনার কথায় গুরুত্ব দিয়েছি বলেই মৌমিকে নিয়ে ভেবেছি।
কপালে ভাজ পড়লো ইকবাল চৌধুরীর। উদ্বিগ্ন মুখে তিনি বললেন,
-ঠিকাছে.. তোমার কথাই রইলো। তবে আমি এখনই তোমাদের আংটি বদল করিয়ে রাখতে চাই। এতে তোমার কোনো কথা আছে?
-নেই।
খুশি হলেন ইকবাল চৌধুরী। আরাম করে বালিশে হেলান দিয়ে বসে পা টেনে দিলেন তিনি।
-সাথে পারলে কালমাটাও পড়িয়ে রাখবো। আজকাল যে যুগ পড়েছে! দেখা যাবে আংটি বদলানোর দোহাই দিয়ে একসঙ্গে সময় কাটিয়ে বাচ্চাটাচ্চা এনে ফেলবে! তখন আমি পড়বো বিপদে। কী দরকার এত বিপদ ঘাড়ে নেবার?
উঠে পড়লো ইশতিয়াক। পা বাড়ালো নিজের ঘরের দিকে। ভেতরটা অনুভূতি শুন্য লাগছে। কিছুটা নিষ্ক্রিয় গ্যাস জেননের মতো। যা তাপ এবং চাপের মুখে পড়ে একসময় যৌগ গঠনে বাধ্য হয়!

আকাশ পাঠাবো তোমার মনের আকাশে Where stories live. Discover now