একটি সভ্য শিক্ষিত বেড়াল ৩

2K 7 0
                                    

                                                বোভোয়া! 

বাসার নিচে দারোয়ানটা আমাকে আটকায়। দারোয়ানের লুঙ্গিটা লাল!
বলে, "ভাইজান, এইডা কিন্তু ঠিক না। ফ্ল্যাটে মাইয়া নিয়া আসাটা! বাড়িওয়ালী যদি জানে, আমি ফ্ল্যাটে মাইয়া নিয়া আসতে দিছি, আমার চাকরি নিয়া টানাটানি পইড়া যাইব!"

দারোয়ানের এবড়োথেবড়ো মুখ থেকে বেরুনো কথাগুলো বুঝতে সময় লাগে আমার। জিজ্ঞেস করি, "কে মেয়ে নিয়ে এসেছে?"

দারোয়ান বলে, "ঐ যে চুল বড় যে ভাইডা। আমি বাঁধা দিতে যায়া ডাট খাইলাম। এখন বলেন, আপা মানে বাড়িওয়ালী জানতে পারলে কী বলবে?"

নদী এসেছে? এর আগে যে ফ্ল্যাটে ছিলাম, সেখানে নদীর আগমন ছিল স্বাভাবিক, কারো আপত্তি ছিল না।

বললাম ওকে, "তোমার নামটা কী?"

দারোয়ান তার নাম বলে এবং আমি সাথে সাথেই ভুলে যাই।

"(নামটা সম্বোধন করে), আমি তোমার সাথে পরে কথা বলব। কাউকে কিছু বলার দরকার নাই!"

সিঁড়ি ভেঙ্গে উঠি। একতালা, দোতালা... দরজায় কোরানের আয়াত টাঙানো- মানে চারতলা। কেবল। রুপ্তির সাথে দেখা হতে পারে না? দেখা হলে কি মুখ ফিরিয়ে নেবে?

ঋদ্ধ খালি গায়ে দরজা খুলে দেয়। দরজা খুলেই বলে, "কোন প্রশ্ন করবি না। পরে কথা হবে!"

ওর কথায় কিছুটা অবাক হয়ে ভেতরে ঢুকি। ঋদ্ধের রুমে একটা অবয়ব। নদী? পায়ের শব্দ পেয়ে অবয়বটা আমার দিকে তাকায়। নদী আমাকে দেখলেই মিষ্টি করে হাসে। আমি হাসি ফেরত দিয়ে প্রস্তত হই।

কিন্তু যে আমার দিকে তাকায় এবং হাসির বদলে তির্যক চাহনিতে হানে, সে নদী নয়!

বিস্মিত হয়ে ঋদ্ধের দিকে তাকাই। ঋদ্ধ ঠোঁটে আঙ্গুল দিয়ে আমাকে চুপ থাকতে বলে।

অনেক প্রশ্ন নিয়ে আমার রুমে ঢুকি। ঋদ্ধ ওর রুমে ঢুকেই দরজা লাগিয়ে দেয়। নদী জানে এসব? যদি জেনে যায়? যখন জানবে? কী করবে মেয়েটা? এতোটা ভালবাসে ঋদ্ধকে, কাউকে এতোটা ভালোবাসতে দেখিনি কোনদিন। এই মেয়েটাকে ঘরে নিয়ে আসার সময় নদীর স্বচ্ছ চোখদুটো ভাসেনি মনে?

ইরোটিক বড়গল্প সমগ্র (১৮+)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin