স্বাগতম

9.3K 26 2
                                    

লেখালেখি করছি ২০১৫ সাল থেকে।
গতবছরের মাঝামাঝি খেলাচ্ছলে লিখতে বসেছিলাম একটা ইরোটিকা। সেই শুরু- তারপর আর থামিনি। একটা উপন্যাস (যৌবনের ভাদ্র মাস) পর্যন্ত লিখে ফেলেছি।
এখানে আমার লেখা ইরোটিক বড় গল্পগুলো থাকবে। বড় গল্পকে অনেকে উপন্যাসিকা বলে- এ গল্পগুলো হয়তো তাই।
এপর্যন্ত প্রকাশিত  বড়গল্পগুলো (সম্পুর্ণ)-
ছাত্রীর মায়ের ফটোসেশন (২য় পর্বে সমাপ্ত)
নগদ যা পাই (ষষ্ঠ পর্বে সমাপ্ত)
স্বাধীনতা(৩য় পর্বে সমাপ্ত)
ওয়েডিং ফটোগ্রাফার (৫ম পর্বে সমাপ্ত)
একটি সভ্য শিক্ষিত বেড়াল (ত্রয়োদশ পর্বে সমাপ্ত)

প্রচ্ছদঃ Pablo Picasso এর Les Demoiselles d'Avignon (The Young Ladies of Avignon) অবলম্বনে

খাতায় কলমে গল্পগুলো এডাল্টদের জন্য হলেও, জানি, কম বয়স্ক ছেলেমেয়েরা আগ্রহের চোটে, কৌতুহল দমাতে না পেরে, পড়বে। সে দোষ আমার নয়।
গল্পগুলো, আবারও বলছি, প্রাপ্তমনস্কদের ও প্রাপ্তবয়স্কদের জন্য।
উল্লেখিত প্রতিটা গল্প আমার কল্পনাপ্রসূত। জীবিত, মৃত, বিস্মৃত,  জীবন্মৃত কারো সাথে চরিত্রের মিল পাওয়া গেলে, তা একান্তই কাকতালীয়।
গল্পগুলো ক্লিশে হলেও হতে পারে, তবে মৌলিক। ছাত্রীর মায়ের ফটোসেশন ছাড়া আর কোন গল্পই অন্য কোথাও প্রকাশিত হয়নি। এটা বাদে অন্য কোন গল্প কোথাও চোখে পড়লে, অনুগ্রহ করে জানাবেন- কপি রাইটের মামলা দিতে না পারলেও, ডিএমসিএ'তে (Digital Millennium Copyright Act) কমপ্লেইন ঠুকে দেব।
গল্পগুলো ভালো লাগলে অবশ্যই ভোট করবেন। আপনাদের অনুপ্রেরণা আমাকে লিখতে উদ্বুদ্ধ করে, শক্তি দেয়।
কোন ধরণের অসঙ্গতি চোখে পড়লে কমেন্টে জানাতে ভুলবেন না, ঠিক করে নেব।

নির্জন আহমেদ
nirjonahmed420@gmail.com

ইরোটিক বড়গল্প সমগ্র (১৮+)Where stories live. Discover now