দ্যা ডার্ক কুইন (শেষ পর্ব)

677 24 2
                                    

পাঁচ

আসফিমা কাজটা করবে কি না, নিজেকে আরেকবার প্রশ্ন করলো । কাজটা করা ঠিক হবে না কি না সে বুঝতে পারছে না । তবে অরনি চৌধুরী যা করেছে সেটার বিপরীতে কিছু একটা করা দরকার অবশ্যই । মোবাইলটার দিকে আরেকবার তাকালো সে । বলা যায় সবাই এখন এইটা নিয়েই কথা বলছে । সবাই সায়নকে নিয়ে ছি ছি করছে । মানুষের এই এক স্বভাব । কারো বিরুদ্ধে কিছু পেলেই হল সত্য মিথ্যা কিছু যাচাই না করেই উঠে পড়ে লাগো ।

অরনী চৌধুরীকে অফিস থেকে চলে যেতে বলার পরই আসফিমা চা নিয়ে হাজির হয়েছিলো । সেই চায়ের আসরেই সায়ানের কাছ থেকে অরনীর কথা জানতে পারে । কোম্পানীর একটা বিজ্ঞাপন তৈরীর সময় অরনীর সাথে সায়ানের পরিচয় হয় ! সেখান থেকে কথা বার্তা শুরু । বেশ চমৎকার সম্পর্ক চলছিলো । কয়েকবার তাদের দেখা সাক্ষাতও হয়েছে । সায়ান অরনীর ব্যাপারে আরও একটু সিরিয়াস কিছু ভাবতে যাবে তখনই মনে হল আরও একটু খোজ খবর নেওয়া যাক মেয়েটার ব্যাপারে । এবং খোজ নিতে গিয়েই কিছু ভয়ংকর তথ্য বেরিয়ে চলে আসল । কিছু ছবিও তার হাতে আসে । তারপরই অরনীর সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয় সায়ান ।

কিন্তু অরনী এটা মানতে নারাজ । তার কথা হচ্ছে যা হওয়ার হয়েছে সব কিছু নতুন করে আবার শুরু করতে হবে ! সায়ানকে সে কিছুতেই ছাড়বে না ! বাসায় গিয়ে সে নিজের ফেসবুক ফ্যান পেইজে সায়ানের সাথে তোলা একটা সেলফি দিয়ে পোস্ট দিল । এবং সাথে একটা পোস্ট লিখলো যার সারমর্ম যে সায়ান তার সাথে প্রথমে কিছু দিন প্রেমের অভিনয় করে এখন তার সাথে ব্রেক আপ করেছে । সাথে সাথেই পোস্ট ভাইরার হয়ে গেল । সবাই ছিছি করতে লাগলো ।

আসফিমার এই ব্যাপারটা মোটেই সহ্য হল না । মাথার ভেতরে একটা একটা দুষ্ট বুদ্ধ কাজ শুরু করে দিল । সায়ান যে সব তথ্য যোগার করেছিলো তার কিছু তার কম্পিউটারের মেইলে ছিল । রীতিমত গোয়েন্দা লাগিয়ে সে খোজ নিয়েছিলো । গোয়েন্দা সব ছবি যোগার করে সায়ানকে মেইল করেছে । আসফিমা এই ছবির কয়েকটা নিয়ে ওদের কিছু বন্ধুদের ইনবক্সে পাঠিয়ে দিল ! তারপর যা করার আসলে ওরাই করলো । মাত্র দুই ঘন্টার ভেতরে অভিনেত্রী অরনী চৌধুরীর ছবি গুলো ভাইরাল হয়ে গেল । অরনীর ছবি গুলো ছিল কয়েকজন পরিচালকের সাথে । ছবি গুলো তারা নিজেরাই তুলেছিলো । সেই ছবি ডিটেক্টিভ কিভাবে যোগার করলো কে জানে ! সবাই সায়ানের কথা বেমালুম ভুলে গেল । সবাই এখন অরনীর দোষ দিতে শুরু করলো ।

বড় গল্প সমূহWhere stories live. Discover now