সেই সব দিন

61 3 0
                                    


কেন বারে বারে দেখা . . .

কেন চেয়ে থাকা . . .

পুরনো খাতা খুলে

ধুলোর পাহাড় ঘেঁটে

নিজেকে ময়লা করে

কি আনন্দ পায় মন!


যা নেই—তা নেই,

এ-তো জানা কথা।

তবু ফিরে যাই

স্মৃতি তাড়া করে . . .

আশ্রয় না পেয়ে

গোপনে আসি ফিরে!


জনতার ভিড়ে

খুঁজি হৃদয় খুঁড়ে,

সময়ের নিষ্ঠুর

নিয়মের চাকায়,

উদাসীনতায় লীন . . .

সেই-সব-দিন।

কোথাও একটা কিছু আছেWhere stories live. Discover now