কে আমি

168 9 1
                                    

পড়ে পাওয়া চোদ্দআনার মতো

একটা জীবন পেয়েছি,

এক ফালি শরীর পেয়েছি,

ভাঙাচোরা এক টুকরো মন পেয়েছি,

ফাউ হিসাবে ছিটেফোঁটা বুদ্ধিও পেয়েছি,

দিনে দিনে আনমনে বেড়েও চলেছি,

কিন্তু, নিজেকে নিয়ে কি করবো

তা জানা নেই, তাই বিপদেও পড়েছি।


মাঝে মাঝে ভাবি –

ভাল-আছি-ভেবে-নিয়ে সান্ত্বনা সম্বল করে

অন্যকে নকল করে জীবন কাটিয়ে দেবো?

একঘেয়ে-সুখের-সন্ধানে নিজেকে বিসর্জন দিয়ে

অন্যের আঁচলের উষ্ণ আবেশে জীবন কাটিয়ে দেবো?

অন্যায়-অবিচারের-ভয়-থেকে নিজেকে রক্ষার তাগিদে

অন্যকে ঢাল করে জীবন কাটিয়ে দেবো?


নাকি-

যখন যেমন তখন তেমন,

এই 'ভাব'-এ ভর করে ঘুরে ঘুরে বেড়াবো?

কিন্তু,- জীবনের সীমারেখা তো জানি না...

লাভ কি বৃথা অঙ্ক কষে?

বুদ্ধিকে শাণে ঘষে?


তবে কি -

কিছুই না করে বোকার মতো বসে থাকবো?

ভেবে ভেবেই দিন কাটাবো?

তাই বা সম্ভব কি করে?

মন তো আমার বশে নেই,

শরীরও অবশ্য নেই,

যে কোন মুহূর্তে, সামান্য কিছু থেকে

বিরাট কিছু হয়ে যেতে পারে,

প্রাণনাশের হুমকি তো পদে পদে।

তবে, আমার হাতে আছে কি?

আমার বলতে কি কিছুই নেই?


কত দুর্যোগ থেকে নিজেকে আড়াল করেছি,

যে করে হোক দু-বেলা পেটে কিছু পুরেছি,

কত রাত জেগে কাটিয়েছি...

জীবনভর কত কিছু ভেবেছি...

আজ নিজেকে বড় বোকার মতো লাগছে,

লজ্জায় মাথা হেঁট হয়ে আসছে,

সময় আমায় দু-পায়ে মাড়িয়ে গিয়েছে,

আমার গতি, অনেক আগেই থেমে গিয়েছে।

কোথাও একটা কিছু আছেOù les histoires vivent. Découvrez maintenant