সুখ

47 2 2
                                    

নারকোল গাছের ফালা করা পাতার ফাঁকে,

নগ্ন নির্জন মাঠে . . .

কালবৈশাখীর ঝড়ে . . .

অমাবস্যার গাঢ় অন্ধকারে . . .

সুখ নিরন্তর অবিচল থাকে।


সমুদ্রের গর্জনে, গহন অরণ্যে,

বিয়ের আঙিনায়, রাতের শ্মশানে

সর্বত্র সুখ নিয়মিত নীরবে পায়চারি করে।

সুখ টাকার বশ নয়,

কারও ঘরে বন্দীও নয়।


দোকানীর ক্যাশ বাক্সের ভ্যাপসা গরমে

সুখ হাঁপিয়ে ওঠে -

ছুটি চায়, ছুটে যায় অন্তহীন প্রান্তরে।

কুয়াশা কুয়াশা অন্ধকারে,

সবুজ ঘাসের গালিচা পাতা হিমেল অভ্যর্থনায়

মন ভরে যায়।

আবেগে উথলে পড়ে সবুজের সমারোহে –

কালের কলে গড়িয়ে যায় দিকচক্রবালে . . .

বয়ে যায় গঙ্গায়, যমুনায় . . .    

কোথাও একটা কিছু আছেWhere stories live. Discover now