একা হতে চাই

38 1 0
                                    

অমাবস্যার অন্ধকার রাতে শ্মশানের নির্জনতায়

প্রিয়জনের শীতল লাশের পাশে বসে, বা

বহুমূল্যে সজ্জিত বৈঠকখানার আরামকেদারায়

সারাদিনের দেনাপাওনার হিসাব চুকিয়ে চুপ করলেই ...

অদ্ভুত অস্বস্তি ঘিরে ধরে--

একা হলেই হাওয়া বদলে যায়,

'কেন' প্রশ্নের বীজ রক্তে মিশে রক্তচাপ বাড়িয়ে দেয়।

...পালাতে চাই, জীবনভর সঞ্চিত জঞ্জাল

ফেলে দূরে কোথাও চলে যেতে চাই. . .

গন্তব্য জানা নেই...তবে ছুটি চাই।


মোহের জাল থেকে নিস্তার চাই,

নিজেকে ছাড়াতে চাই,

সময়ের বাঁধন চিরতরে কেটে ফেলতে চাই,

শূন্য হয়ে শূন্যে মিলিয়ে যেতে চাই।

কোথাও একটা কিছু আছেOn viuen les histories. Descobreix ara