অসীমের সন্ধানে

170 8 2
                                    

জন্ম-মৃত্যুর গতানুগতিক ইতিহাস –

শুধু ক্লান্তি বা বিষণ্ণতার রূপ নয়,

নিঃসঙ্গ ভবঘুরের বিরক্তিকর পাঁচালি নয়,

আমরণ সংগ্রামের কাহিনী-চিত্র নয়,

অথবা গভীর রাতে বজ্রপাতে চমকে উঠে

স্বজন হারানোর যন্ত্রণায় কাতর,

জীবন-মরণ সমস্যাও নয়।


যেমন সূর্যোদয়-সূর্যাস্ত,

যেমন পূর্ণিমা-অমাবস্যা,

যেমন জোয়ার-ভাটা,

যেমন ঋতুচক্র,

জন্ম-মৃত্যু জীবনের অবিকল জলছবি –

অব্যক্ত থেকে ব্যক্ত,

ব্যক্ত থেকে অব্যক্তে লীন।


জন্ম-মৃত্যু হর্ষ বা বিষাদের বিষয় নয়,

সুখ-দুঃখের হিসাবের জাব্দা খাতা নয়,

মান-অভিমানের লম্বা ফর্দও নয়...

আদি অন্তহীন প্রবাহ।


হিমালয়ের পাদদেশে পলে পলে ঝরে পড়া,

বরফ-গলা বিন্দু বিন্দু জলকণা,

যেমন মিছিল করে এগিয়ে চলে

সিন্ধুর সন্ধানে, আমিও তেমন,

সময়ের হাত ধরে যাত্রা করেছি,

সসীম হয়ে অসীমের

শূন্যতার ভাঁড়ার ভাঙাতে।

কোথাও একটা কিছু আছেWhere stories live. Discover now