আমি নই

67 5 0
                                    

সময়ে সব মাটি হয়ে যায়...

কালের প্রবল প্রতাপে

সৌন্দর্যের প্রতীক অবহেলায় গড়াগড়ি খায়।

প্রাণের স্পন্দন রসায়নের কারসাজি ছাড়া কিছু নয়।

আমি বারবার বলি, এ আমি – আমি নই।

তরলে গরলে মিলে মৃদু উচ্ছ্বাস,

তাতেই জনতার বাঁধভাঙা উল্লাস।

হাটে বাজারে বিক্রি হয় যে মন,

সেই মনে সবার কী বিশ্বাস!

কোথাও একটা কিছু আছেUnde poveștirile trăiesc. Descoperă acum