হঠাৎ বৃষ্টি, হঠাৎ কবিতা

193 9 3
                                    

আজ সকালের হঠাৎ বৃষ্টি

ছুটির ঘণ্টা বাজিয়ে দিলো,

পুজো বোনাসের অকাল বোধনে

মন মেতে উঠল।


ঘুম ভাঙতেই কারও মন টনটন,

কারও চটজলদি হরেকরকম প্ল্যান,

কেউ আবার চাদর মুড়ি দিয়ে সটান।

সত্যি বলতে কি...

খামখেয়ালীপনায় প্রকৃতির জুড়ি নেই,

কারও পাল্লা দেবার ক্ষমতা নেই,

মেঘের মুড বুঝে বাজি ধরার দম নেই,

পাখা মেলে হারিয়ে যাবার সময় নেই।


বেশ কয়েক কাপ চায়ের পর

কানাঘুষো খবর এলো -

নিম্নচাপ,

অতএব চলছে, চলবে।


ঘরে রসদ আছে তো?

মন টানটান রাখার মতো স্মৃতি 

গুদামে মজুত তো ?

তবে চলো যাই -

বৃষ্টি ভেজা সকালে লেকের পাড়ে,

বা এক হাঁটু জলে,

বা গ্রামের ক্ষেতে কোন আলের বাঁকে,

বা অতীতে দেখা কারও চোখে চোখ মেলাতে।


ভেজা সেই চোখের ভাষা এখন আবছা,

মনের মধ্যে অগোচরে বাসা বেঁধেছে আগাছা,

আলোআঁধারির মায়াজালে কত কথা আটকে আছে,

কত ভাব- ভাষার অভাবে হারিয়ে গেছে,

দীর্ঘ নীরবতার ফাঁকে ফাঁকে,

ভুল বোঝাবুঝির খাঁজে খাঁজে,

এখনও কি সে অপেক্ষায় আছে?

কোথাও একটা কিছু আছেWhere stories live. Discover now