বিপাশা

189 6 3
                                    

গোলপার্কের ভরপুর আড্ডার মাঝে,

বিপাশা ইশারায় জানিয়েছিল –

আমায় ও একটা কথা জিজ্ঞেস করতে চায়!

অস্বাভাবিক কিছু নয়,

শুধু কথা বিনিময়।

কিন্তু আজও সেই কথা শোনা হল না।


কি প্রশ্ন ছিল বিপাশার মনে?

ব্যক্তিগত? গুরুতর কিছু?

কেউ কি বিপাশার মুখ চেপে ধরেছিল?

চাপের মুখে বিপাশা কি ভেঙে পড়েছিল?

উত্তর নেই, কিন্তু সেই থেকে বিপাশা বেপাত্তা।

চাপা কথা, গুঞ্জন আর বিপাশার ছায়া।


অন্ধকার রাতে,

নক্ষত্রের আলোতে,

সুন্দর দেখাচ্ছিল বিপাশাকে।

ফাল্গুনের কৃষ্ণাচতুর্দশীর রাতে,

মাতাল হাওয়ায় দোল খেতে খেতে,

আভাসে-ইঙ্গিতে নাড়া দিয়ে গেল আমার মনে।


তখন থেকে রাত্রি আমার প্রিয়,

কত রাত কাটিয়েছি জেগে,

চাঁদের সাথে লুকোচুরি খেলে।

রাত-জাগা চোখে আর ঘুম আসে না,

রাতে যা স্পষ্ট অনুভব করা যায়,

দিনের আলোয় তাই আবছা মনে হয়।

হাওয়ায় ভর করে যাই,

এদিক-ওদিক ধাক্কা খাই।

আমি জানি, আর কেউ

জানুক বা না-জানুক

অন্ধকারে আমি বিপাশাকে পাই।

কোথাও একটা কিছু আছেWhere stories live. Discover now