অনর্থক জীবন

116 9 5
                                    

অনেক ভেবেছি,

চুলচেরা বিশ্লেষণ করে দেখেছি,

তন্নতন্ন করে খুঁজে অনুভব করেছি,

আমি তখন সবচেয়ে ভালো থেকেছি,

নিজেকে যখন সম্পূর্ণ ভুলতে পেরেছি।

যখন-

শরীর মনের অস্তিত্ব লোপ পেয়েছে,

সামাজিক বিধিনিষেধের গণ্ডী মুছে গিয়েছে,

বুদ্ধিবৃত্তির বিচার স্থবির হয়েছে,

অহংকার পোড়া দড়ির আকার নিয়েছে।


যে স্বল্প সময়টুকু ছিলাম না,

আসলে তখনি বেশ ছিলাম।

নেই হয়ে থাকার আনন্দ ভরিয়ে রেখেছিল,

অস্তিত্বের ভড়ং ছিল না।


বাস্তবতার নাগপাশে দম বন্ধ হয়ে আসছে,

অথচ বোঝাতে গেলেই হোঁচট খেতে হচ্ছে।

নিঃশ্বাসে-প্রশ্বাসে বেঁচে থাকার চাবুক,

পলে পলে স্মরণ করিয়ে দিচ্ছে-

কি ভীষণ অনর্থক এই জীবন।

কোথাও একটা কিছু আছেWhere stories live. Discover now