সান্ত্বনার খোঁজে

116 7 1
                                    

মানুষ জীবনভর সান্ত্বনা খোঁজে...

গ্রীষ্মের উদাস দুপুরে একা একা পথ হাঁটে— 

জমা কথা সব বৃথা মনে হয়,

মন অপেক্ষা করে এক ফালি চাঁদের আশায়,

সাফল্যের স্বীকৃতি নয়, মন সান্ত্বনা চায়।


মানুষ নিরন্তর নিজেকে খোঁজে

হন্যে হয়ে, তন্নতন্ন করে...

তোলপাড় করে মনের গহ্বরে...

যা পায় তা যথেষ্ট নয়,

অশান্ত হৃদয় সান্ত্বনা চায়।


পূজা অর্চনায়, ধ্যান ধারণায়,

একান্ত একাগ্রতায়... নির্মম নির্জনতায়

ক্ষণিক শান্তির স্বাদ পাওয়া যায়,

তবে অরূপের রূপ দর্শনের ফাঁকে

মন নড়ে যায়।


বিফল চিন্তায় অবসন্ন সন্ধ্যায়

সূর্যোদয় আর সূর্যাস্তের মাঝে,

সময়ের গোলকধাঁধায়

দিনগুলো কোথায় হারিয়ে যায়...

মন হদিশ না পায়।


অর্থহীন জীবনের সিঁড়ি বেয়ে বেয়ে,

ক্লান্ত বিষণ্ণ মন অবসাদে ভরে যায়,

এক চুমুকে শেষ করে দিতে চায়

জীবনের পাত্র...

অবশেষে মন সান্ত্বনা চায়।

কোথাও একটা কিছু আছেWhere stories live. Discover now