মৃত্যু-মিছিল

44 1 0
                                    

মৃত্যু আমি ভালোবাসি,

জীবনের শুরু থেকেই রক্তের সম্পর্ক!

খেলার মাঠে জনতার ভীড়ে শ্বাসরুদ্ধ হয়ে মানুষকে মরতে দেখেছি,

অভাবের তাড়নায় মুখ লুকাতে মানুষকে গাছে ঝুলতে দেখেছি,

বাসের চাকায় পিষ্ট হয়ে অতর্কিতে মানুষকে বিদায় নিতে দেখেছি,

জমজমাট বিয়েবাড়িতে কনের সাজে তার আগামবার্তা পেয়েছি,

মৃত্যু ছায়ার মতো--অভ্যস্ত হয়ে গিয়েছি।


মৃত্যু-মিছিল এই প্রথম,

শহরের ফুটপাথে শবের পাহাড়

এই প্রথম।

যুদ্ধের দৃশ্য নয়, সিনেমা নয়,

ক্যানভাসে তেল রঙে আঁকা ছবি নয়,

আততায়ীদের হাতে নৃশংস হত্যাকাণ্ড নয়,

হয়তো কবির—'বিপন্ন বিস্ময়!'


অগণন মানুষের মিলিত হাহাকার

ধোঁওয়া ওঠা চিমনির মুখ বন্ধ করে দেয়. . .

অসহায়, আলুথালু মুখগুলো শুধু ভোটার নয়--

তারা মানুষও!

কোথাও একটা কিছু আছেजहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें