অশনি সংকেত

118 7 0
                                    

যতদিন পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করবে,

ততদিন মানুষের মন মানুষকে বিব্রত করবে।

বিষাদের ঘন কালো ছায়া মস্তিষ্কে বাসা বেঁধেছে,

অশুভ বার্তা সর্বদা বন্ধ দরজায় কড়া নাড়ছে,

চোখের সামনে ভবিষ্যৎ মাতালের মতো টলছে,

বর্তমানে কেবলই পা পিছলে যাচ্ছে।


শিরা-উপশিরার সূক্ষ্ম সুড়ঙ্গ বেয়ে

বয়ে যায় অন্তহীন অভাবের ক্ষুরধার ধারা,

অসহায় মন বিনাশের অশনি সংকেতে

দিশাহীন; তলিয়ে যায় কালের প্রবাহে।

বিনা ব্যয়ে কোথায় চিকিৎসা পাওয়া যায়

তার উৎস সন্ধানে বাবা-মায়ের দিন যায়,

শিশুর বেদনা বিধুর মুখের দিকে

অজানা আশঙ্কায় একমনে চেয়ে থাকে মা,

বুঝতে চেষ্টা করে ভারতের মানচিত্র...

বাবা ভাবতে পারে না, তাই নেশাই একমাত্র...


পৃথিবী পাক খায় নিজের রাস্তায়,

মানুষ জড়িয়ে পড়ে মিথ্যে মামলায়,

হক আদায়ের ছক বুঝতে না পেরে

পথ হারায়; গুমরে মরে বাঁচার আশায়।

কোথাও একটা কিছু আছেWhere stories live. Discover now