কোথাও একটা কিছু আছে

By gourmukherjee

6.6K 253 62

A collection of Bengali poems More

কোথাও একটা কিছু আছে
ভূমিকম্প
মন নেই মনে
বদলের কবিতা
শীতের সকাল
বোধ
বিপাশা
অসীমের সন্ধানে
হঠাৎ হাওয়া
বাসি ফুলের মালা
আমি মরতে রাজি আছি
অনর্থক জীবন
বেশ ছিলাম
কে আমি
শূন্য
বিদায়বেলায়
হঠাৎ বৃষ্টি, হঠাৎ কবিতা
বন্ধু
সময় চাই
কত কি হতে পারতাম
অশনি সংকেত
জানি না কেন
সান্ত্বনার খোঁজে
ঝড়ের রাত
আমি নই
হারিয়ে যেতে চাই
সুখ
সেই সব দিন
বিপাশাকে খুঁজি
সংখ্যাতত্ত্ব
কালরাত
জীবন চলে যায়
অন্ধকারকে ভালবেসে
মৃত্যু-মিছিল
নিশিরাতে
ছবি
একা হতে চাই
চলে যায়
কত কথা

কাট

75 1 0
By gourmukherjee

ছেলেবেলা থেকেই অন্যরকম,

সময় তার কাছে সবসময় কম,

আরও দ্রুত দৌড়াতে চায় মন,

নিজেকে নক্ষত্র কল্পনা করে আকাশে লক্ষ্য স্থির . . .

কাট।


যৌবনের হাতেগোনা দিনগুলো কেবলই পালাতে চায়,

নামের তাগিদে রাত জেগে কাজ করতেই হয়,

ছবির পর ছবি, বিস্তর স্বপ্ন, অফুরন্ত আনন্দ--

অতঃপর, নায়িকার স্বীকৃতি মিলল . . .

কাট।


দামী ফ্ল্যাটের নরম বিছানায় পরিত্যক্ত লাশ,

সাদা বকের পালকে বাসী রক্তের দাগ,

সংক্ষিপ্ত পরিচয়,

সাংকেতিক চিহ্ন রেখে যায় . . .

কাট।


আকাশের বুক চিরে অন্ধকারে

এক ফালি রূপালী আলো হারিয়ে গেল।

কাট।

Continue Reading

You'll Also Like

21 1 1
শহরের নিয়মমাফিক জীবন, প্রকৃতি থেকে দূরে আর সারাদিনের একাকিত্ব। এসব মিলে আমরা ক্লান্ত হয়ে উঠি শহরের চার দেয়ালে জীবনে।কাজ অথবা পড়ালেখার ব্যস্ত হয়ে উঠি।...
2 0 1
Poetry book. Bengali language.
283 5 5
Finally publishing something after so long. It's good to be back ❤️
941 251 70
Here I am sharing my poems with you. Most of my writings are in Bangla(Bengali) language. Tell me what you think about my writing. Your opinions are...