কোথাও একটা কিছু আছে

By gourmukherjee

6.6K 253 62

A collection of Bengali poems More

কোথাও একটা কিছু আছে
ভূমিকম্প
মন নেই মনে
বদলের কবিতা
শীতের সকাল
বোধ
বিপাশা
অসীমের সন্ধানে
হঠাৎ হাওয়া
বাসি ফুলের মালা
আমি মরতে রাজি আছি
অনর্থক জীবন
বেশ ছিলাম
কে আমি
শূন্য
বিদায়বেলায়
হঠাৎ বৃষ্টি, হঠাৎ কবিতা
বন্ধু
সময় চাই
কত কি হতে পারতাম
অশনি সংকেত
জানি না কেন
সান্ত্বনার খোঁজে
ঝড়ের রাত
হারিয়ে যেতে চাই
সুখ
সেই সব দিন
বিপাশাকে খুঁজি
সংখ্যাতত্ত্ব
কালরাত
জীবন চলে যায়
কাট
অন্ধকারকে ভালবেসে
মৃত্যু-মিছিল
নিশিরাতে
ছবি
একা হতে চাই
চলে যায়

আমি নই

67 5 0
By gourmukherjee

সময়ে সব মাটি হয়ে যায়...

কালের প্রবল প্রতাপে

সৌন্দর্যের প্রতীক অবহেলায় গড়াগড়ি খায়।

প্রাণের স্পন্দন রসায়নের কারসাজি ছাড়া কিছু নয়।

আমি বারবার বলি, এ আমি – আমি নই।

তরলে গরলে মিলে মৃদু উচ্ছ্বাস,

তাতেই জনতার বাঁধভাঙা উল্লাস।

হাটে বাজারে বিক্রি হয় যে মন,

সেই মনে সবার কী বিশ্বাস!

Continue Reading

You'll Also Like

345 49 21
তোমাকে না পাওয়ার যন্ত্রণা আমাকে পুড়িয়ে ছাঁই করে দেয়....
297 133 20
সময়ের মতো শিক্ষক দ্বিতীয়টি আর নেই। তাই হয়তো সময়ের কাছ থেকে পাওয়া শিক্ষাগুলো অনন্য, অন্তহীন, যে শিক্ষা গ্রহণ করে যেতে হয় আজীবন। ব্যক্তিগত জীবনের ছায়াপ...
12 1 1
আমরা অনেক ক্ষেত্রে মানুষ কে অনেক কিছুই বলতে চাই। কিন্তু কখনো বলে বসা হয়না।কিছু কিছু জিনিস কেন জানি নিজের ভিতর রাখতেই ভালো লাগে।ঠিক তেমনই কিছু অনুভূতি...
746 104 10
কিছু কিছু কথা, যা লুকানো থাকে মনের গহীনে। সেগুলো কে পৃথিবীর আলো দেখানোর প্রচেষ্টা... • Fractions of my mind, which I dare to call poetry! • Timeline:...