কোথাও একটা কিছু আছে

By gourmukherjee

6.6K 253 62

A collection of Bengali poems More

কোথাও একটা কিছু আছে
ভূমিকম্প
মন নেই মনে
বদলের কবিতা
শীতের সকাল
বোধ
বিপাশা
হঠাৎ হাওয়া
বাসি ফুলের মালা
আমি মরতে রাজি আছি
অনর্থক জীবন
বেশ ছিলাম
কে আমি
শূন্য
বিদায়বেলায়
হঠাৎ বৃষ্টি, হঠাৎ কবিতা
বন্ধু
সময় চাই
কত কি হতে পারতাম
অশনি সংকেত
জানি না কেন
সান্ত্বনার খোঁজে
ঝড়ের রাত
আমি নই
হারিয়ে যেতে চাই
সুখ
সেই সব দিন
বিপাশাকে খুঁজি
সংখ্যাতত্ত্ব
কালরাত
জীবন চলে যায়
কাট
অন্ধকারকে ভালবেসে
মৃত্যু-মিছিল
নিশিরাতে
ছবি
একা হতে চাই
চলে যায়

অসীমের সন্ধানে

170 8 2
By gourmukherjee

জন্ম-মৃত্যুর গতানুগতিক ইতিহাস –

শুধু ক্লান্তি বা বিষণ্ণতার রূপ নয়,

নিঃসঙ্গ ভবঘুরের বিরক্তিকর পাঁচালি নয়,

আমরণ সংগ্রামের কাহিনী-চিত্র নয়,

অথবা গভীর রাতে বজ্রপাতে চমকে উঠে

স্বজন হারানোর যন্ত্রণায় কাতর,

জীবন-মরণ সমস্যাও নয়।


যেমন সূর্যোদয়-সূর্যাস্ত,

যেমন পূর্ণিমা-অমাবস্যা,

যেমন জোয়ার-ভাটা,

যেমন ঋতুচক্র,

জন্ম-মৃত্যু জীবনের অবিকল জলছবি –

অব্যক্ত থেকে ব্যক্ত,

ব্যক্ত থেকে অব্যক্তে লীন।


জন্ম-মৃত্যু হর্ষ বা বিষাদের বিষয় নয়,

সুখ-দুঃখের হিসাবের জাব্দা খাতা নয়,

মান-অভিমানের লম্বা ফর্দও নয়...

আদি অন্তহীন প্রবাহ।


হিমালয়ের পাদদেশে পলে পলে ঝরে পড়া,

বরফ-গলা বিন্দু বিন্দু জলকণা,

যেমন মিছিল করে এগিয়ে চলে

সিন্ধুর সন্ধানে, আমিও তেমন,

সময়ের হাত ধরে যাত্রা করেছি,

সসীম হয়ে অসীমের

শূন্যতার ভাঁড়ার ভাঙাতে।

Continue Reading

You'll Also Like

633 14 94
বাংলা কবিতা
917 248 63
Here I am sharing my poems with you. Most of my writings are in Bangla(Bengali) language. Tell me what you think about my writing. Your opinions are...