কোথাও একটা কিছু আছে

By gourmukherjee

6.6K 253 62

A collection of Bengali poems More

কোথাও একটা কিছু আছে
ভূমিকম্প
মন নেই মনে
শীতের সকাল
বোধ
বিপাশা
অসীমের সন্ধানে
হঠাৎ হাওয়া
বাসি ফুলের মালা
আমি মরতে রাজি আছি
অনর্থক জীবন
বেশ ছিলাম
কে আমি
শূন্য
বিদায়বেলায়
হঠাৎ বৃষ্টি, হঠাৎ কবিতা
বন্ধু
সময় চাই
কত কি হতে পারতাম
অশনি সংকেত
জানি না কেন
সান্ত্বনার খোঁজে
ঝড়ের রাত
আমি নই
হারিয়ে যেতে চাই
সুখ
সেই সব দিন
বিপাশাকে খুঁজি
সংখ্যাতত্ত্ব
কালরাত
জীবন চলে যায়
কাট
অন্ধকারকে ভালবেসে
মৃত্যু-মিছিল
নিশিরাতে
ছবি
একা হতে চাই
চলে যায়

বদলের কবিতা

183 12 2
By gourmukherjee

কবিতার নির্যাস গঙ্গার রূপ ধারণ করে,

ভাসিয়ে দিতে পারে

বিশ্ববিদ্যালয় থেকে আদালত চত্বর।

নদীর বেগ বাধা পেলে

নিমেষে ডুবিয়ে দিতে পারে

সযত্নে রক্ষিত, কুক্ষিগত সংস্কার।

শঙ্কিত হতে পারে

সমাজ-সংসার,

এমনই মন্ত্র হল কবিতা।


কবিতা তার স্বপ্নালু, ঢুলুঢুলু

শ্রী-হীন শ্রী ঝেড়ে ফেলেছে,

এখন একেবারে মেদহীন,

দ্বিতীয়ার চাঁদের মতো চকচকে চেহারা।

লজ্জাবতী লতা আর নয় কবিতা।

সস্তা দরে ভাঙা হাটে আর বিক্রি হবে না কবিতা,

নির্জনে উপবাস আর অন্যের উপহাস,

ঢের হয়েছে, আর নয়।


তবে উপায় কি?


সবার মতো, শবের মতো

কবিতা ভোল বদল করেছে।

না,- কোন সর্বনাশ হয়নি।

বিপর্যস্ত বোধ করবার মতো কিছুই ঘটেনি।

কবিতার অর্থ কবিতাই আছে,

স্থান-কাল-পাত্রের সাথে সাথে

রূপ পাল্টেছে,

ভাষা বদলে গেছে,

চাকচিক্য বেড়েছে,

উদাসীনতা কমেছে।

ভাবের পরিবর্তে ভয়,

আর সত্যের জায়গায় মিথ্যে,

স্থান পরিবর্তন করে নিয়েছে।

তাতে খেলা জমেছে,

কবিতার বিক্রি বেড়েছে।


বাজারে প্রচুর দালাল সাধু সেজে বসে গেছে,

বিবেক-বৈরাগ্যের মানেই পালটে দিয়েছে,

বৈরাগ্য এখন বিষয়ে নয় বিবেকে,

কাজেই যা অবশ্যম্ভাবী, তাই হয়েছে –

প্রাণের তাগিদে কবিতা পরিবেশবান্ধব হয়ে উঠেছে।

Continue Reading

You'll Also Like

13 1 1
শহরের নিয়মমাফিক জীবন, প্রকৃতি থেকে দূরে আর সারাদিনের একাকিত্ব। এসব মিলে আমরা ক্লান্ত হয়ে উঠি শহরের চার দেয়ালে জীবনে।কাজ অথবা পড়ালেখার ব্যস্ত হয়ে উঠি।...
7 0 1
ছোটবেলার স্মৃতি থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে লিখাগুলো।
917 248 63
Here I am sharing my poems with you. Most of my writings are in Bangla(Bengali) language. Tell me what you think about my writing. Your opinions are...