পর্ব -- ১৩

238 4 4
                                    

লিমাঃ

জ্বরের ঘোরে সারাক্ষণ মেয়েটা মা আর বোনকে নিয়ে প্রলাপ
বকছে।

আর মাঝেমাঝে আল্লাহ্ আল্লাহ্ করেছে।
ভেবেছিলাম জ্বরের ঘোরে কোনো
না কোন প্রেমিকের নাম নিশ্চয় মুখে আনবে মেয়েটা।

কিন্তু আমার আশানুরূপ তেমন কারো নামই মুখ আনেনি মেয়েটা।

আস্তে আস্তে আমার বিশ্বাস দূঢ় হল।
এ মেয়ে
আসলেই একটা খারাপ মেয়ে।

আজ পর্যন্ত মন থেকে কাউকেই
ভালবাসেনি, সবার সাথে নাটক করেছে।

কোন ভুল
করিনি আমি, একদম ঠিক কাজ করেছি।

তৃতীয় দিনে জ্বর পুরোপুরিভাবে ছাড়ল ওর। এ
কয়দিন জ্বর না থাকলে ঘুমাতাে, আর জ্বর থাকলে
শুধু আবল-তাবল বকত।

***

তিশাঃ

জ্বরের দু-তিনটা দিন স্বপ্নের মত কাটল আমার।
কখনো
খালার মুখ আবার কখনো ওই শয়তান মেয়েটার মুখ
দেখতে পেলাম।

আকুল হয়ে আছি একটু মাকে দেখার জন্য,

এ কয়দিনের কথা কিছুই মনে করতে
পারছি না।
তবে মাঝেমাঝে খালা আমাকে বাতাস
করেছে, গা মুছিয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে, এরকম
মনে পড়ছে হালকা হালকা।

আজকে ঘুম ভেঙে দেখলাম,
খালা নিচে বিছানা করে
শুয়ে আছে। আমার ওড়নার এক কোনা, খালার আচলের
সাথে গিট্টু দেয়া।

দেখে হাসলাম,
যাতে পালাতে
না পারি তাই এ ব্যবস্থা মনে হচ্ছে।

ওড়নাটা নতুন, খেয়াল
করতেই গায়ের দিকে তাকালাম, একই সেটের একটা
জামা পায়জামা আমার গায়ে।

খুবই নিম্নমানের কাপড়,
তবুও মনে মনে খুশি হলাম। আর ওই ছেড়া শাড়ি কষ্ট করে
পরতে হবেনা।

অনেক পিপাসা লেগেছে। বিছানা
থেকে নামলাম পানি খাওয়ার জন্য। শাড়িতে টান পড়তেই
ঘুম ভেঙে গেল খালার।

ধড়-মড়িয়ে উঠে বসল উনি।
খালার এরকম ভাবে উঠে বসতে দেখে
হেসে দিলাম।

অপহরণ । (সমকামী প্রেমের গল্প / Lesbian story)Where stories live. Discover now