পর্ব -- ০৮

182 3 0
                                    

লিমাঃ

কাঁধে তুলতেই মেয়েটা
হাত-পা ছুড়তে লাগল সমানে,

"ছাড়েন, ছাড়েন বলছি.......
নামান
আমাকে.... .
হাঁটছি আমি.......নামান বলছি....
ছাড়েন প্লি......জ....."।

কে শুনে কার কথা..!!!

ওর চিৎকার চেঁচামেচি আর অজস্র
কিলঘুষি খেয়েও ওকে কাঁধ থেকে নামালাম না।

দ্রুত পা চালিয়ে চালাঘরের বারান্দায়
এসে থামলাম।
তখনও পর্যন্ত মেয়েটার পায়ে শিকল ঝুলছে।

ঘরের ভেতর ঢুকে ধপাস করে মেঝেতে ফেললাম ওকে।

অন্ধকার ঘরে ঢুকে মনে মনে ভাবলাম, একটু মজা দেখাই মেয়েটাকে,

কিন্তু ওকে দেখে মনে হচ্ছে, ওর এমনিতেই ভয়ে দম আটকে যাচ্ছে।
তাই আর কিছু করলাম না,
শুধু নিচু হয়ে পা
থেকে শিকলটা খুলে নিলাম।

বের হওয়ার আগে বললাম,

"ফারদার কোন চালাকি করার আগে আশা করি
আজকের কথাটা মনে থাকবে তোর"।

"মনে থাকবে,
কিন্তু আমার সাথে এমন আচরণ করার
জন্য আপনিও একদিন পস্তাবেন,

ক্ষমা চাইবেন আমার
কাছে, মিলিয়ে নিয়েন কথাটা"


কথাটা খুব উঁচু স্বরেই বলল ও,
কারণ ততক্ষণে আমি বের হয়ে গিয়েছি।

***

তিশাঃ

"মনে থাকবে,
কিন্তু আমার সাথে এমন আচরণ করার
জন্য আপনিও একদিন পস্তাবেন,

ক্ষমা চাইবেন আমার
কাছে, মিলিয়ে নিয়েন কথাটা"

স্বর উঁচু করেই বললাম কথাটা,

কারণ ততক্ষণে মেয়েটা ঘর থেকে বের হয়ে গিয়েছে।।

প্রায় সাথে সাথেই ওই মহিলাটা,
একটা তেলের বাতি
আর কয়েকটা কাপড় নিয়ে ঘরে ঢুকল।

বাতিটা ট্রাংক এর ওপর আর কাপড়গুলো বিছানায় রেখে ইশারা
করল।

অপহরণ । (সমকামী প্রেমের গল্প / Lesbian story)Where stories live. Discover now