পর্ব -- ০২

296 4 0
                                    

তিশাঃ

"কি বলছেন এগুলো আপনি..? সারাজীবন মানে..!!!!??"

"অত স্বপ্ন দেখার কিছু নাই। ভাবিসনা যে তোকে আমি ভালবেসে আমার ভাইকে দিয়ে তোকে বিয়ে করানোর জন্য তুলে এনেছি।
তাের মত মেয়েকে ভালবাসার থেকে একটা সাপকে ভালবাসাও অনেক ভাল।"

নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না আমি..!!! একটা অপরিচিত মেয়ে আমার সাথে তুই-তোকারি করছে!
কিন্তু কেন...???

"আপনি এভাবে কথা বলছেন কেন..??
আপনার কথা শুনে মনে হচ্ছে আমি কোন অপরাধ করেছি।
কি করেছি আমি..??"

"তুই জানিস না, তুই কি করেছিস..?
ন্যাকামো হচ্ছে আমার সাথে..? ওই ন্যাকামি দিয়ে তুই তোর প্রেমিকদের
ভুলাতে পারবি, কিন্তু আমাকে না"

মেয়েটার কি মাথা খারাপ নাকি..!
যে কোনদিন কোন ছেলের সাথে প্রয়োজন ছাড়া কথাই বলেনা, তার আবার প্রেমিক...!!!

"আপনি এসব কি বলছেন, আমি সত্যি কিছু বুঝতে
পারছিনা। কিসের প্রেমিক..!?

মেয়েটা যেন ধৈর্য হারিয়ে ফেলল।
এগিয়ে এসে ঠাস করে একটা চড় মারল আমার গালে।

"ঢং! ফিডার খাস নাকি!!
রাতদিন ছেলেদের সাথে
প্রেম করে বেড়িয়ে জিজ্ঞেস করা হচ্ছে কিসের
প্রেমিক!!!
যেন দুধে ধোয়া তুলসি পাতা।
আমি মিথ্যা কথা একদম পছন্দ করিনা। একেকটা মিথ্যা বলবি তো
এভাবেই চড় খাবি।"

চোখ-মুখ দিয়ে যেন আগুন বের হচ্ছে মেয়েটার।
ঘটনার আকস্মিকতায় আমি যেন স্তন্ধ হয়ে গেলাম।
মনে হল যেনো আমি একটা দুঃস্বপ্ন দেখছি।
চোখ খুললেই দেখবো, বোনের সাথে বিছানায় শুয়ে আছি।

কিন্তু চোখটা যে কেন খুলছেনা, আর দেখতে চাই না আমি এই স্বপ্নটা।

লজ্জায় আর অপমানে দুচোখ ফেটে পানি বেরিয়ে এল।

"আবার কাদঁছিস! কাদঁ যত ইচ্ছা।
কিন্ত ভাবিস না,
তাের কান্না দেখে আমি গলে যাবো।
অনেকজনকে ভুলিয়েছিস, আর যেন না পারিস, সেজন্যই তো ধরে নিয়ে এলাম।
দেখি এবার, গাছগাছালি আর মনে হয় তাের রূপ দেখে ভুলবেনা"

অপহরণ । (সমকামী প্রেমের গল্প / Lesbian story)Donde viven las historias. Descúbrelo ahora