পর্ব -- ০৬

182 2 0
                                    

তিশাঃ

চা বানিয়ে মহিলার হাতে দিতেই
মেয়েটা বলল,

এবার
তাের আর খালার জন্য চা বানা


"আমি চা খাবোনা।"

"তাের ইচ্ছা কেউ জানতে
চেয়েছে..???
আমি যেটা বলছি,
চুপচাপ সেটা কর।
নাহলে...."

মেয়েটা বলে উঠলো।


ও কথা শেষ না করতেই

মনে মনে বলে উঠলাম,

নাহলে,

চড় থাপ্পড় মারবেন, এইতো....!!!

থাক বাবা,
থাপ্পড় খাওয়ার থেকে চা খাওয়া ভাল,
ভাবলাম আমি।

একবারে বললেই হতো..!!!!

তবে ভালই হয়েছে,
নিজেরটা এবার ভাল করে বানানো যাবে।


চা বানাতে
বানাতে বারবার মেয়েটার দিকে তাকাচ্ছি, চা খাওয়ার
রিএকশন দেখার জন্য।

কিন্তু মেয়েটা চা না খেয়ে আমার
দিকে একদৃষ্টে তাকিয় আছে।


সুন্দর করে চা বানিয়ে নিজের কাপটা যেই কাছে নিতে
যাবে,
অমনি মেয়েটা এসে আমার কাপটা নিয়ে নিল।

আমি তাে হা,
কি হল এটা..???


মেয়েটা আবার চেয়ারে গিয়ে আগের মত আয়েশ করে
বসে নতুন চায়ে চুমুক দিল।

আর খালাকে কি যেন
ইশারা করল।

খালা গিয়ে ওই আগের বানান চা টা আমার
হাতে ধরিয়ে দিল।


"সবাই একসাথে খাই, কি বলিস!
আর গরমটা থাকতে
ঠাণ্ডা খাওয়ার কি দরকার,
তাইনা..???"


বাঁকা স্বরে বলল
মেয়েটা,


হায়.!!! হায়!!!!
এ তাে বুমেরাং (লক্ষ্য ব্যর্থ হওয়া) হয়ে গেলাম আমি।

অপহরণ । (সমকামী প্রেমের গল্প / Lesbian story)Where stories live. Discover now