পর্ব -- ০১

592 5 4
                                    

তাসনিম হাসান তিশাঃ

পাখির কলকাকলিতে ঘুম ভাঙল আমার। কি ব্যাপার?
ঢাকা শহরে পাখির ডাকে ঘুম ভাঙা তো কল্পনাই
করা যায়না। অভ্যাসবশত আড়মোড়া ভাঙতে গিয়ে
প্রচণ্ড ব্যাথায় আহ করে উঠলাম।

খেয়াল করে দেখলাম,
বিছানার রেলিঙ এর সাথে হাতদুটো দড়ি দিয়ে বাঁধা।
পায়ের দিকে তাকিয়ে দেখি সেখানেও একই অবস্থা।
এবার ঘুমটা যেন এক চটকায় ছুটে গেল।

চোখ বুলালাম চারিদিকে,
এটা তো আমার ঘর না, এমনকি কোনদিন
এমন আজব ঘর দেখেছি বলেও মনে পড়ছেনা।

ঘরের দেয়াল কাঠের, চাল টিনের, মেঝেটা আবার পাকা।
কোথায় অআমি? এখানে কিভাবে আসলাম?
ভাবতে গিয়ে আস্তে আস্তে সবটা মনে পড়তে লাগল।

প্রতিদিনকার মত ভার্সিটিতে যাচ্ছিলাম, বাসা
থেকে সাধারণত ভোরের দিকে কোনো রিক্সা পাওয়া যায় না। আর মাঝে মাঝেই মাত্র ৫-১০ মিনিটের রাস্তা হেঁটে যাওয়ার পরই রিক্সা নেই।
তাছাড়া সকালবেলার মােটামুটি ফাকা রাস্তা দিয়ে হেঁটে যেতেও আমার বেশ লাগে।

বড় রাস্তার ভীড় এড়ানোর জন্য যে শর্টকাটটা
আমি ব্যবহার করি, সেখানে এই ভোরের সময়ে কেউ থাকেনা বললেই চলে।
যদিও ফাঁকা গলিতে একটু ভয় লাগে,
কিন্তু গলিটা পার হতে ১ মিনিটের বেশি লাগেনা।

গলিতে ঢুকতেই হঠাৎ একটা গাড়ি এসে আমার একদম গা ঘেঁষে ব্রেক করে। চমকে দাঁড়িয়ে যাই আমি।
কিছু বুঝে ওঠার আগেই ড্রাইভিং সিট থেকে এক লোক নেমে এসে আমার মুখের ওপর একটা কিছু চেপে ধরে।
তারপরেই আমার আর কিছু মনে নেই।

এখন বুঝতে পারছি ওইটা ক্লোরফরম ভেজানো কিছু ছিল।
আমাকে কি কেউ কিডন্যাপ করেছে? কিন্তু কিডন্যাপ তো ছোট বাচ্চাদের করা হয়।
আমার মত একটা ১৯ বছরের মেয়েকে কেউ কেনই বা কিডন্যাপ করবে।

তাহলে কি...
সম্ভাবনাটার কথা চিন্তা করে গাঁ শিউরে উঠলো আমার।
শরীরের দিকে তাকিয়ে দেখলাম, জামা-কাপড় গায়েঁই আছে।
কিন্তু মাথা ফাঁকা।
এদিক ওদিক তাকিয়ে কোথাও
মাথার স্কার্ফটা চোখে পড়লনা।

অপহরণ । (সমকামী প্রেমের গল্প / Lesbian story)Where stories live. Discover now