পর্ব -- ১২

174 4 3
                                    

লিমাঃ

আপনি
বিশ্বাস না করলে না করেন।
কিন্তু আমি ভেজা কাপড়ে
আপনার সামনে উঠতে পারব না মানে
পারবনা"


এতো জেদী মেয়ে..!!

"ঠিক আছে।
আমিও দেখি তুই কতক্ষণ থাকতে
পারিস পানিতে"

এই বলে আমি একটা গাছে হেলান দিয়ে বসে
পড়লাম।

*

গাছে হেলান দিয়ে বসে মােবাইল টিপছি
আর একটু পর পর মেয়েটার দিকে
তাকাচ্ছি।

মেয়েটাকে যত দেখছি,
একটু একটু করে ততই অবাক হচ্ছি।

একদম চুপ করে মাথা নিচু করে গলা পর্যন্ত
পানিতে দাঁড়িয়ে আছে।

সদ্য-স্নাত(নবজাতকের মত) চেহারাটা
বড্ড নিষ্পাপ লাগছে।

কিন্তু আমি খুব ভাল করেই জানি,
এই নিস্পাপ চেহারাটা একটা মুখোশ মাত্র।

ও একটা
শয়তান মেয়ে। ওকে দেখলে কে বলবে,
ওর ভেতরটা
এত কুৎসিত..!!!

ওই নিষ্পাপ চেহারার মায়ায় আমি ফাঁসবো
না।

কিন্তু আমার জানার সাথে মিলছে না কেন মেয়েটার
কোন কাজ..!!!

মানুষ কি আদৌ এতখানি অভিনয় করতে পারে..???

কি জানি, এমন মেয়েরা হয়ত পারে।

যেমন,
কালকে ও খালার জন্য যেভাবে সেবা করেছে,
সেটা একেবারেই অকল্পনীয়।

ওর মত একটা মেয়ে,
যার কাছে মানুষের আবেগ-অনুভূতি খেলার জিনিস,
সে ওই কাজটা কেন করল।

প্রতিদিনের নামাজ-কালাম।
আর বেশী বেশী পর্দা করা যে ঢং,
সেটা তো আমি
আগেই বুঝেছি।

কিন্তু কালকে ও যখন বের হতে
পারল, তখন পালিয়েই তো যেতে পারতো।

সেটা না
করে খালার সেবা কেন করতে গেল,

এখনো বুঝতে
পারছিনা। এটাও কি আমার কাছে নিজেকে ভাল
প্রমাণ করার চেষ্টা..!!??

অপহরণ । (সমকামী প্রেমের গল্প / Lesbian story)Opowieści tętniące życiem. Odkryj je teraz