১৯ তম অংশঃগিফট ফ্রম ব্রাদার্স

442 20 2
                                    

সারাদিন আজ খুব ব্যাস্ততায় কেটেছে।দুপুরে মা আজ আমার সব পছন্দের খাবার রান্না করেছিলেন।রাতেও অনেক মজার মজার রান্না হয়েছিল। আমার সব কাছের বান্ধবীরা এসেছিল।শুধু বান্ধবীরা,কারন আমার তেমন কোন ছেলে বন্ধু নেই।হয়ত কখনো দরকার পরে নি।এও হতে পারে আমি কখনও কোন ছেলের সাথে ধনিষ্ট হতে চাই নি।তবে স্কুল জীবনে আমার খুব ভাল একজন বন্ধু ছিল।কিন্তু বাবা মৃত্যুর পর তার সাথে আমার এমন এক ঘটনা ঘটে যে তার সাথে এখন আমার 'মাছ-দা' সম্পর্ক।কলেজ পাশ করার পর ওকে আর দেখিনি।কে জানে কোথায় আছে।

প্রথম দিকে আমরা খুব ভাল বন্ধু ছিলাম।কিন্তু পরে সব পালটে যায়।হঠাৎ করেই ও আমার সম্পর্কে মানুষের কাছে আজে-বাজে মন্ত্যব করা শুরু করে।কিন্তু কেন সেটা যানি না।আর ওর এই ব্যবহার আমাদের দুজনকে বড় এক মনমালিন্নর সৃষ্টি করে।ঐ সময়টা আমি খুব সর্ট টেম্পারের মেয়ে ছিলাম।ঊল্টা-পাল্টা কিছু শুনতে পারতাম না।যার ফলে আমরা দুজন এক ফাইটের সম্মুক্ষিন হই।ও আমাকে চ্যালেঞ্জও করে।আমি নাকি দূর্বল,মেয়ে মানুষ কিছু করতে পারব না...এসব হাবিজাবি আর কি।ভাবতে পারেন আমার পক্ষ হয়ে কে ওর সাথে মারামারি করেছিল?যদি বলি আমি নিজে...তবে হয়তো এটা একটু আজব শুনাবে।কারন মেয়েরা মারামারি করে এটা আবার হয় নাকি।হুউম হয়...যদি আমারা মেয়েরা নিজেদের এতটা দূর্বল না ভাবি।যাক এ কাহীনি অন্যদিন বলব,কিভাবে কি ঘটেছিল।কিন্তু এটা বলে রাখি আমার জীবনে কিছু সিক্রেট আছে...হুম্মযাকে বলে 'ডার্ক সিক্রেট' আর এর মধ্যে এই মারামারিও একটা।এর বেশ কিছু সিক্রেট শুধু আমার বড় ভাই জানে আর অন্য কেউ না।যার সাথে আমার ফাইট হয়েছিল ছেলেটার নাম ছিল আকাশ।

সবাই ভাবে আমি খুব সফট মনের।কখনো রাগী না।সবসময় খুব দয়ালু...ইত্যাদি।আমি না করছি না,হ্যা এগুলোর সবই আমার মধ্যে আছে এবং বেশী পরিমানে আছে।কিন্তু আমার সাথে বা আমার পরিবারের সাথে যদি কেউ আযথা লাগতে আসে,একবার না দুবার না বার বার তবে আমার ভেতরের সেই আগের জেনী বের হয়ে আসে।তবে আমি অনেক চেষ্টা করি আগের যায়গায় ফিরে না যেতে।বিবেক -বুধি দিয়ে সমস্যাগুলোর সমাধান করতে। আমার মতে প্রত্যেকের ভেতরই এমন দুটো রুপ  আছে।যার একটা সবার জন্য প্রযজ্য আর অপরটি থাকে লুকায়িত।যেটা সবার সামনে প্রকাশ করা যায় না।কারন সেটা কিছুটা ভয়ংকর,যা সবাই গ্রহন করতে পারেনা।যখন সেটা প্রকাশ পায় তখন কিছু না কিছু ক্ষতিতো অবশ্যই  সাধিত হয়।তাই এই সাইডটা মানুষ যতটা পারে আড়াল করে রাখে।আর আমার মতে তা আড়াল করে রাখাই ভাল।নিজের রাগকে নিয়ন্ত্রনে রাখা খুব জরুরী।

ভালবাসার অপেক্ষায়...Where stories live. Discover now