৪র্থ অংশঃ মিথ্যা

536 13 0
                                    

ধ্যাত আমি আবার মাকে কষ্ট দিলাম...প্লীজ মা কেদনা আমি তোমাকে অতীতের কথা মনে করিয়ে তোমার কষ্ট আর বাড়াতে চাই না | তাই আমি মাকে একটু ভাল অনূভব করানোর জন্য মাকে জড়িযে ধরলাম | মার বুকের উপর মাথা রাখলে কেমন যেন এক শান্তি পাওয়া যায় | প্রত্যেক সন্তানের কাছে এটাই হইতো খুব নিরাপদ স্থান |


আমি মাথা উচুঁ করে মার দিকে তাকালাম, তারপর মার কানের কাছে আস্তে আস্তে বললাম "সরি মা...এখন থেকে সত্যি আমি ঠিকমত ঔষধ খাব তুমি দেখে নিও মা..."| মা আমার কপালে চুমু খেলেন, আমি তাঁর চোখের পানি মুছে দিলাম |


"জেনি তুই জানিস আমি তোকে কতটা ভালবাসি...তোর বাবাতো আমাকে ফেলে চলেই গেছেন , আজ যদি তোর বা জায়েদের কিছু হয় তবে আমি কি করে মৃত্যুর পর তোর বাবা সামনে দাঁড়াব, কী জবাব দিব তকে ?"


"আমাকে মাফ করে দিও আমি পারিনি আমাদের সন্তান্দের খেয়াল রাখতে...আমি পারিনি তাদের খুশি রাখতে...আমি পারিনি তাদের সুন্দর ভবিষ্যত দিতে | আমি তোমায় দেয়া ওয়াদা পালন করতে ব্যার্থ হয়েছি" |


মা আমার হাত ধরে আবার বললেন "...জেনি আমি শুধু চাই আমার মেয়ে, যে সবাইকে এতটা ভালবাসে, সবার এতটা খেয়াল রাখেসে সুস্থ থাকুক,ভাল থাকুক, খুব সুখে থাকুক | যাকে কোন একজন বিশেষ মানুষ খুব ভালবাসবে,যে তোর জীবন সঙ্গী হবে, যাকে তুইও নির্দিধায়, তোকে সে ফেলে চলে যাবার ভয় না পেয়ে, তাকে তোর জীবনের ভালবাসার মানুষ হিসেবে মেনে নিতে পারবি ..."|


আমি কিছু বলছি না | কারন আমি জানি মা কোন ব্যাপারে আর কার সম্পর্কে বলছেন | মা চান আমি সুখে থাকি, মার পছন্দ করা পাত্রকে বিয়ে করি | আমি মাকে আগেই বলেছি মা জা চান তাই হবে | কারন আমার এই সিদ্ধান্ত হইয়তো আমার পরিবারের সব দুঃখ দূর করে হবে | আমার ভাই একটি ভাল ভবিষ্যত পাবে |


আর আমার ভালবাসার মানুষ...আমি জানি না আমি কি তাকে পাব কি না...| আসেই পাব কি না...কেউ আমাকে বিশেষ ভাবে ভালবাসবে কিনা...আমার হবু বর সে কি আমাকে ভালবাসাতো দূরে থাক, আমাকে তার স্ত্রী হিসেবে মানে নিবে কি না...


" মা আমি জানি না তুমি কেন আবার সেই এক ব্যাপারে কথা বলতে চাচ্ছ...আমি বলেছিতো মি রাজি এই বিয়েতে..আর কতবার বলব আমি নিজ ইচ্ছায় রাজি হয়েছি...নাকি তোমার কথায়...তাই তুমি এটা ভেব না আমি অনিচ্ছাকৃ্ত ভাবে এই বিয়ে করতে চাচ্ছি " |


আমি হাসি দিয়ে, মা আমাকে আবার অবিশ্বাষ করার আগে বিছানা থেকে উঠে দাঁড়ালাম "মা আমি আজ আবার ভার্সিটিতে লেট হতে চাই না...লেট হতে হতে সবাই আমাকে এখন আমার নামের সাথে লেট জেনি বলে ডাকে " | মা আর আমি দু জনেই জোরে হেসে উঠলাম | " আচ্ছা তুই তারাতারি তৈরি হয়ে টেবিলে আয় আমি নাস্তা দিচ্ছি" | আমি মাথা নাড়িয়ে বাথরুমে ঢুকে পরলাম |





ভালবাসার অপেক্ষায়...Where stories live. Discover now