৬ষ্ঠ অংশঃলেট জেনী

504 11 3
                                    

আজকেও আমি  ২০ মিনিট লেট | আজ আমার ডিপার্টমেন্টের দুটো ক্লাস আছে | আজ আমার পছন্দের রুনা ম্যামের ক্লাস | তবে সমস্যা হল আমি তাকে যতটা পছন্দ করি তিনি আমাকে এবং আমার গ্রুপকে ততটা বিরক্তের চোখে দেখেন | কিন্তু আমি জানি তিনি আমাদের অনেক ভালবাসেন | তবে তিনি হল পরিস্থিতির স্বীকার | হা হা হা ...বেচারি কিছু বলতেও পারেন না শইতেও পারেন না |যখন তিনি আমাকে অথবা আমার গ্রুপকে বকা দিতে আসেন তখনও হেসে হেসে বকা দেন |আর তখন তার মুখের ভগ্ঙীমা দেখে আমার খুব হাসি পায় |


আর আমি জানি না এটা হতে পারে আমার একটা ভাল গুন | গুনটা হল আমি যাদের সাথেই মিশি তারা আমাকে অনেক তারাতারি পছন্দ করে  ফেলে | জানি না কেন তবে করে |মাঝে মাঝে  এটা আমার ভাল লাগে কিন্তু কিছু কিছু সমই ভাল লাগে না | তারা আমাকে বিশ্বাস করে, ভাবে আমি কখন কোন ভুল করতে পারি না | কিন্তু এই আমি সবচাইতে বেশী ভুল করি | তবে ছোট ছোট ভুল| আমি সবসময় চিন্তিত থাকি এই ছোট ভুলগুলো না কখন জানি খুব ভয়ংকর ভুলে পরিনিত হয় |


ভার্সিটির ভেতর ডুকতে ডুকতে আমার অন্যতম একজন পছন্দের মানুষের সাথে রোজ দেখা হয় | আর সে হলেন আমাদের দারোয়ান মামা | ভদ্রলোক খুব চমৎকার মনের মানুষ | বয়স প্রায়  ৫০ থেকে ৫৫ এর মধ্যে হবে | তবে দুঃখের বিষয় হল তাকে এবং তার সন্তাতকে ফেলে তার বউ  অন্য জনের সাথে পালিয়ে চলে গেছে | সেই প্রথম পুরুষ ছিল যাকে আমি কান্না করতে দেখেছি | 


আমি তাকে অনেক দিন পর জিজ্ঞাস করে ছিলাম "আচ্ছা মামা ফুলের মা আপনার মত এত ভান মানুষকে কেন ছেড়ে চলে গেল ? যাওয়ার  আগে কি সে আপনাকে কিছু বলেছিল ?" মামা আমার দিকে খুব দুঃখ ভরা চোখে তাকালেন, যা দেখে স্পষ্ট বুঝা যায় যে সে এখনো তাকে কতটা ভালবাসে " কি কমু মা...আমি এক অধম যার ভাগ্যে আল্লাহ এক অতিব রমনীরে রাখছিল আমি তারে খুব ভালবাসি | আর সারা জিন্দিগী বাসুম...কিন্তু আমি জানি সে আমারে কনো দিন ভালবাসেনাই |সে অনেক ভাল মানুষ যার কারনে হে আমার লগে বিশ বছর আছিল " | 

ভালবাসার অপেক্ষায়...Där berättelser lever. Upptäck nu