৩য় অংশঃবাস্তবতা

782 27 8
                                    

"জেনি তোর মনে আছে তো তুই আমাকে ওয়াদা করেছিলি তুই নিজের, তোর মায়ের আর তোর ভাইয়ের সবসমই খেয়াল রাখবি...''| আমিও উঠে দাঁড়ালাম, বাবার কথাতে আমি আবার মাথা নাড়ালাম| "আমি জানি তুই সবকিছু সামলে নিবি কারন তুই আমার লক্ষী সাহসী মায়ে..."| বাবা আমার দিকে এগিয়ে এসে আমার কপালে চুমু দিয়ে বললেন "চল...তোর উঠার সময় হয়ে গেছে...আর এখন আমাকেও যেতে হবে..."|


ওহ্ প্লীজনা...আমি আবার কাদতে শুরু করলাম | কারণ আমি পুনরায় আবার সেই আগের মত কষ্টভরা ক্ষণে ফিরে যেতে চাই না | এটা ভাবেই আমার চোখ দিয়ে আবার পানি বের হতে লাগল...| কারন বাবা আবারআমাকে একা ফেলে চলে যেতে চাচ্ছেন | আমি চাই না বাবার, লক্ষী বা সাহসীমেয়ে হতে | আমি শুধু বাবাকে আমাদের ছোট্ট পরিবারের কাছে আগের মত পেতে চাই...| আগের মতমা আর আমার ছোট ভাইকে খুশি দেখতে চাই |

 

বাবা আবার আমার কাধের উপর তার হাত রেখে বললেন "আমি জানি তুই চাস আমি তদের সাথে থাকি...তবে তুই তো জানিস আমি চলে গেছি,চলে গেছি বহু দূরে...| যেখান থেকে আমি চাইলেও কোন দিন ফিরে আসতে পারব না তদের মাঝে | বিদায়ের সময় তকে কাদতে দেখলে আমি যেতে পারব না, আর হাজার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি এখানে থাকতে পারব না | তাই এখন আমাকে বিদায় দে মা, হাসি মুখে"|


বাবার কথা শুনে আমি আমার চোখ বন্ধ করলাম | কেননা আমি পারব না বাবার বিদায় ক্ষনে তাকিয়ে থাকতে |কারন আমি বাবাকে চলে যেতে দেখতে পারবনা | কিছুক্ষন পর আমি বুঝতে পারলাম বাবার হাত আর আমার কাধের উপর নেই | কিন্তু আজকের জন্য শেষবারের মত আমি বাবার মায়াবী চেহারা আর একটি বার দেখতে চাই | হয়তো বাবা বেশী দূরে যায় নি |


একটি ছোট আশায়, আমি চোখ খুললাম | কিন্তু বাবাকে দেখতে পেলাম না | আমি চারিদিকে তাকালাম না বাবা নেই, কোথাও নেই | তার মানে কী ? আমি কী আমার বাবাকে আর একটি বার দেখতে পাব না | আমার খুব কষ্ট হচ্ছে, খুব খুব খুব বেশী কষ্ট | আমার বাবাকে চিৎকার করে ডাকতে ইচ্ছে করছে| কিন্তু আমি জানি তাতে কোন লাভ নেই |

ভালবাসার অপেক্ষায়...Where stories live. Discover now