১১তম অংশঃ"রিয়ান রায়য়ান"♠♠

451 12 1
                                    

দাদি অসাধারন প্রকৃতির একজন মানুষ।তার সাথে কথা বলা খুব সহজ।তার প্রধান ক্ষমতা হল তিনি মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারেন।আর তার এই গুণটা আমার খুব ভাল লাগে।আমি অনেক চেষ্টা করেছি তার এই গুনটা নিজের ভেতর যাপন করতে। অনেকেই বলে আমিও নাকি মানুষের সাথে খুব সহজে মিশে যেতে পারি।তাহলে বলা যেতে পারে আমার কষ্টটা অন্তত বৃথা যাচ্ছে না।মানুষের সাথে খুব সহজে মিশে যেতে পারাটা, আমার কাছে অনেক বড় ব্যাপার। কারন এতে করে মানুষ সম্পর্কে জানা যায়,মানুষকে চেনা যায়,মানুষকে বোঝা যায়।কোন মানুষ কেমন তা ধারনা করা যায়।মানুষের চোখ অনেক অর্থ বহন করতে পারে।অনেক মানুষ আছে যাদের চোখ খুব স্বচ্ছ ও তীক্ষ্ণ প্রকৃতির।তাদের চোখ দেখলেই বলে দেয়া যায় তারা সত্য বলছে নাকি মিথ্যা।আমি যদি কখন মিথ্যা বলতাম তবে বাবা আমার দিকে তাকিয়েই বলে দিতে পারতেন কিছুতো গন্ডগোল আছে।নিজেকে বাবার মার কাছে কখনও লুকিয়ে রাখতে পারতাম না। তাই ছোট থেকেই খুটিনাটি সব কথা তাদের সাথে শেয়ার করতাম।
তাই হয়ত তারা আমাকে খুব ভাল ভাবে বুঝতেন ।

আর দাদিও ঠিক এমন ধরনের একজন মানুষ।যার সাথে সব কথা শেয়ার করা যায়। আর তিনি কোন সমস্যার খুব ভাল সমাধান দিতে পারেন।আমি জানি আমার আর রিয়ানের ব্যাপারটা অনেক কম্পিকেটেড।কারন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ন যে সিদ্ধান্তগুলো আমাদের নেয়ার কথা আমাদের পরিবার সেই সিদ্ধান্তগুলো নিজেরাই গ্রহন করেছেন ।আমরা ছোট থাকতেই আমাদের ভবিষ্যত তারা ঠিক করে রেখেছেন।আমি জানি না আমাদের পরিবার কেন আমাদের দুজনকে এই পরিস্থিতিতে ফেলেছে। আমরা ছোট থাক্তেই কেন তারা আমাদের জীবনের সবচাইতে মূল্যবান সম্পর্কে বেধে দিয়েছিল।আমি আমাদের প্রসঙ্গ নিয়ে কখন কোন কথা কউকে জিজ্ঞাস করি নি।কারন আমি জানতাম যখন সময় আসবে তখন একাই আমি সব কথা জানতে পারব।যেমনটি জানতে পেরেছিলাম আমার ১৮ তম জন্মদিনের পর।বাবা সেই দিনগুলোতে খুব অসুস্থ থাকতেন।বাবার বেশী কথা বলা বারন ছিল।তবুও বাবা পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আমাকে সব বলেন।প্রথমে কথাগুলো শুনে খুব কষ্ট পেয়েছিলাম।তবে তার চাইতে বেশী সকড্ হয়েছিলাম।কারন এই যুগেও যে এমন হয় তা আমার যানাছিল না।সেই অপ্রিয় সত্যগুলো আমার জীবনকে অনেকাংশে পাল্টএ দিয়েছে।পরিকল্পনা অনুযায়ী আমার যেদিন ১৮ আর রিয়ানের ২০ বছর হবে সেদিন আমাদের দুজনকে আমাদের অতীত সম্পর্কে সব তথ্য জানান হবে।আর আমাদের দুজনের মধ্যে কেউই পারবনা এই সিদ্ধান্ত না মেনে নিতে।আমাদের দুজনকেই সঠিক সময়ে একসাথে বাস করতে হবে।

ভালবাসার অপেক্ষায়...Where stories live. Discover now