#১০

355 27 3
                                    

#প্রাপ্তি

#১০

রশ্নী চুপচাপ নিজের ঘরে বসে আছে।আজ তিনদিন বাদে নিজের ঘরে এসে ঘুমুবে,অথচ মনে হচ্ছে কতদিন চলে গেছে ওর ঘরে আসা হয় না!আশেপাশের সবকিছুতে ধুলোর স্তর পড়ে গিয়েছিল, রশ্নী কয়েক ঘন্টার মাঝে সব পরিষ্কার করেছে।আজ ও অনেক কিছু করেছে। দোকানে গিয়ে একটা সুন্দর বেবি কট কিনে এনেছে,বাচ্চার এতগুলো খেলনা,জামা কিনেছে,ছোট ছোট জুতো কিনেছে,ফিডার,দুধ,খেলনা থেকে শুরু করে সব কিছু কিনে এনে ওর ঘর ভর্তি করেছে।এরপর সুন্দর করে নওশাবার বাসা থেকে বাচ্চাটাকে নিয়ে এসেছে। এই কাজ করার সময় নওশাবা বেশ রেগে গিয়ে বলেছে,
"ওকে নিয়ে যেতে হবে কেন?আমার বাসায় কি তোর অসহ্য লাগছে?"
"না আপু,কিন্তু তোমাকে আর কষ্ট দতে চাচ্ছি না"
"হয়েছে!আমাকে নিয়ে আর ভাবা লাগবে না!কষ্ট না দিতে চাইলে এখান থেকে চলে যেতি না।কি এমন অসুবিধা হচ্ছিল যে এই অবস্থায় নিজের বাসায় ওকে নিয়ে উঠবি?সারাদিন তো থাকবি বাইরে বাইরে,বাচ্চা সামলাবি কি করে??"
"সে আমি বুঝব।একটা মহিলা আছে রেহানা আপার পরিচিত।সে দুএক দিনের মাঝে চলে আসবে বলল।আর আমি ডে-কেয়ার সেন্টারেও রেখে যেতে পারব চাইলে।সব ব্যবস্থা হয়ে যাবে।এরকম দিনের পর দিন এখানে থেকে তোমাকে আর কষ্ট দিতে চাচ্ছি না"
"আমি একবারও বলেছি আমাকে কষ্ট দিচ্ছিস?অথবা তোর দুলাভাই কিছু বলেছে?আমরা কেউ কিছু বলিনি!তবুও তোর জেদ।জীবনে যা ইচ্ছা তাইই করলি।শুনবি না,বুঝবিও না বড়রা কি চায় আর ভাবে!এত জেদ ভালো না,বলে দিচ্ছি!!"

রশ্নী হেসে ওর সব কিছু সহ বাচ্চাটাকে বুকে চেপে বেরিয়ে আসে।নওশাবা ভালোমতো জানে,এই মেয়ে চরম জেদী,বললেও থাকবে না।তাই বেশি জোরাজুরি করল না....

বাচ্চাটাকে কিছুক্ষণ আগে দুধ খাইয়েছে।কিছুক্ষণ এদিক ওদিক হাপুস নয়নে চারপাশে তাকিয়ে দেখে আবার ঘুমিয়ে পড়েছে।নবজাতকরা এই সময় একটু বেশিই ঘুমায়।রশ্নী স্নিগ্ধ আলোয় ওকে দেখছে।একটা বাচ্চার আকাঙ্খা প্রতিটা মেয়ের অন্তরে যে লুকিয়ে থাকে,তা রশ্নী ওকে পাওয়ার পর থেকে হাড়ে হাড়ে টের পাচ্ছে।একবারও ভাবতে চাচ্ছে না এটা ওর নয়,অন্য কারো বাচ্চা।

 প্রাপ্তি (Completed ✅)Where stories live. Discover now