#২

605 25 0
                                    

#প্রাপ্তি

#২

ওপাশ থেকে নওশাবা হেসে উঠল,
-আরে ফেমিনিস্ট রশ্নী আবরার যে!হুট করে আমাকে মনে পড়ল কি ঝামেলাতে জড়ানোর পর?ঝামেলা বলা শুরু করলে তো আর থামবি না,তাই আগেই জিজ্ঞাসা করি,ভালো আছিস তুই?যেই ঝামেলায় জড়িয়েছিস,এটা ছাড়া আর কোন ঝামেলা নেই তো?
-আপু!আমি ভাল আছি।কিন্তু বুঝি না তুমি আমাকে এই টাইটেল দিলা কেন!
-কারণ তুই ফেমিনিজম মতবাদে চলিস!
-উফ,ছাড়ো তো।বলো,তুমি,ভাইয়া,তোমার দুইছেলে,সবাই ভালো আছে?
-তা আছে আল্লাহর রহমতে সবাই ভাল।তারপর বল তোর ঝামেলার কথা।ঝামেলায় না পড়লে তো আপুর নাম্বার ডায়াল করিসই না!
-জানোই তো আপু সব।যাক,আসল কথায় আসি।ঝামেলা তোমার সাথে জড়িত।আজ সকাল সকালই অন্যরকম ঝামেলায় জড়িয়ে গেছি।আমি ভুল করলাম না ঠিক করলাম বুঝতে পারছি না।
-ঝেড়ে কাশো বাছা!
-আজ অফিসে যাওয়ার সময় বাসা থেকে বের হয়ে একটু দূরে যেতেই দেখি ময়লার মাঝে…

নওশাবাকে ওপাশ থেকে কেউ একজন ডাক দেয়।নওশাবা রাশ্নীকে লাইনে রেখে কথা বলে,তারপর তাড়াহুড়ো করে রশ্নীকে বলে,
-শোন, ভিভিআইপি এক রোগী এসছে, জানিসই তো ধ্নমন্ডির ল্যাবেইডে এখন বড় বড় সার্জারি গুলো করি,এক্ষুণি যেতে হবে।
-আপু,আমি অনেক বড় ঝামেলায় পড়েছি!তুমি আমার কথাটা...
-এক কাজ কর।তোর ঝামেলা নিয়ে আমার কাছে চলে আয়,আমি দেখছি ব্যাপারটা।বায়!

রশ্নী ফোনের দিকে তাকিয়ে আছে।নওশাবা আপু কল কেটে দৌড়ে এখন সার্জারীর জন্য ছুটে গেছে নিশ্চিত।এসব সার্জারী দু তিনঘন্টার মত লাগেই।রশ্নী এবার তুহিনকে কল দিচ্ছে,ওর কলিগ।
-তুহিন,আমি আসতে পারব না আজ।
-কেন?আজকে এডিটরদের সাথে মিটীং আছে,মনে নেই?তোমার লাস্ট রিপোর্টটা নিয়ে কথা বলার ছিল।ওটা এভাবে বলা যাবে না,উপর মহল থেকে চাপ আসতেছে।
-তুহিন প্লিজ,এখন না।আমি এসব নিয়ে পরে ভাবব।আপাতত বড় একটা কেসে আটকে গেছি।আমি এজন্য আসতে পারতেছি না।তুমি বসকে বলে দিও।
-রশ্নী,সবসময় তুমি আমাকে...
-আমি জানি তুহিন।আর তুমি তো জানোই আমাকে।একটু বসকে ম্যানেজ কর প্লিজ।
-ঝামেলা কি সেটা একটু বলো?

ছোট্ট বাচ্চাটা যেন টের পেয়েছে তাকে নিয়ে কথা হতে যাচ্ছে,তাই গা মুচড়ে কান্না শুরু করে দিল।বাচ্চার কান্না শুনে ওপাশ থেকে তুহিন বিস্ময় প্রকাশ করে,
-তোমার বাসায় বাচ্চার আওয়াজ?
-এটাই তো সেই ঝামেলা!
-বাচ্চা কোত্থেকে?
-আজ সকালে ময়লার ভাগারের মাঝে পেলাম
-সর্বনাশ,পুলিশ জানিয়েছ?
-নাহ,জানাব কিনা সিদ্ধান্ত নিতে পারছি না।আগে বাচ্চাটার একটা ব্যবস্থা করি,এরপর ভাবব পুলিশের কথা।বাচ্চাটার খাবারের ব্যবস্থা করতে হবে।তুহিন,তোমার সাথে পরে কথা বলছি।

 প্রাপ্তি (Completed ✅)Opowieści tętniące życiem. Odkryj je teraz