রূপকথার গল্প ২.০

901 24 2
                                    

মীরা আমার দিকে শান্ত চোখে তাকিয়ে রইলো কিছু সময় । আমার চোখের দিকে তাকিয়ে কিছু যেন বোঝার চেষ্টা করছে । তারপর এক সময় বলল, প্লিজ ডোন্ট মেক ইট হার্ড ফর মি !

আমি খানিকটা অবাক হওয়ার ভান করে বললাম, আমি কোথায় কঠিন করতেছি ! আমি কিছু বলেছি ? পরিবেশ তো সুন্দরই আছে, তাই না?

মীরা খানিকটা বিরক্ত হয়ে বলল, দেখো আমাদের মাঝে শুরু থেকেই কথা হয়েছে এই ব্যাপারে ? হয় নি ?

-হ্যা হয়েছে ।

-তাহলে এখন এমন কেন করতছো ? সম্পর্কের শুরুতেই আমি সব কিছু একেবারে পরিস্কার ভাবে কথা বলেছি তোমার সাথে ! তাহলে ?

কথা সত্যি । মীরার সাথে সম্পর্ক শুরুর একেবারে প্রথম থেকেই মীরা আমাকে সব কিছু একেবারে পরিস্কার ভাবে বলে নিয়েছে ।

সে কোন ভাবেই আমার সাথে সম্পর্কে জড়াতে চায় নি । কিন্তু যখন আমি কোন ভাবেই তার পিছু ছাড়ছিলাম না তখন সে আমার সামনে কিছু প্রস্তাব রাখে । সে আমার সাথে সম্পর্কে জড়াবে কেবল যদি এই শর্ত গুলো আমি মেনে নিই, তবেই ।

মীরা তার বাবাকে খুব ভালবাসে । আমার জন্য সে তার বাবাকে কোন ভাবেই কষ্ট দিতে পারবে না । তাই সে জীবনে ঠিক করেছে সে তার বাবার পছন্দমত বিয়ে করবে । বাবা তার জন্য যে ছেলে ঠিক করে আনবে সেটাই সে মেনে নিবে ! কোন অবজেকশন করবে না । মোটামুটি ধরেই নিতে হবে যে আমার সাথে তার বিয়ে হবে না । যে কোন দিন অন্য কারো সাথে তার বিয়ে হয়ে যেতে পারে ! এটা যদি আমি মেনে নিতে পারি তবেই সে সম্পর্কে যেতে পারে !

সেই মতেই আমি রাজিও হয়েছিলাম । সব কিছু ভাল ভাবেই চলছিলো তারপর গত সপ্তাহে সে হঠাৎ করে এসে জানালো যে সামনের শুক্রবার ও বিয়ে । ওর বাবা হঠাৎ করেই বিয়ে ঠিক করেছে এক ছেলের সাথে । ছেলে ইঞ্জিনিয়র ! সরকারি চাকরি করে । ওর বাবার অফিসে নতুন জয়েন করেছে ।

আজকে সে আমার সাথে শেষ দেখা করতে এসেছে । আমি বললাম, আচ্ছা আমার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে আমার মন খারাপ হতে পারে না ?

-না পারে না ! আমাদের মাঝে আগেই কথা হয়েছিলো । তোমাকে সেই ভাবেই মানসিক ভাবে প্রস্তুতি নিতে বলেছিলাম ।

ভালবাসার অনু-গল্প সমগ্রWhere stories live. Discover now