প্রাপ্তি

1K 46 1
                                    

সেই সন্ধ্যা থেকে মিতু জানলার পাশে কাত হয়ে শুয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে থাকলেও নির্দিষ্ট করে কিছুই দেখছে না। আজকে ওর মন খারাপ। অনেক কষ্টে কান্না আটকে রেখেছে। রাতের আগে কান্না কাটি করা যাবে না। মিতুর আম্মু টের পেলে নানান প্রশ্ন করবে। এখন মিতুর কোন জবাব দিতে ইচ্ছে করছে না।
পিঠে কারো হাতের ছোঁয়া পেতেই পিছন ফিরে তাকালো। মিতু মা এসে বসেছে। নরম স্বরে মেয়েকে বলল
-ঘর অন্ধকার করে শুয়ে আছিস কেন?
-এমনি মা।
-মন খারাপ?
মিতু কিছু না বলে আবারও জানলা দিয়ে আকাশের দিকে তাকালো। মিতুর মা বলল
-সুমন বিসিএসে টিকে গেছে এই জন্য মন খারাপ?
কথাটা শুনার সাথে সাথে মিতু মায়ের দিকে ফিরে চাইলো। মাকে ও যতটা বোকা মনে করতো ততটা বোকা সে নয়। মায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতেই মিতুর চোখ দিয়ে পানি বের হয়ে এল। কিছু না বলে মায়ের বুকে ঝাপিয়ে পড়লো। ফুঁপিয়ে কেঁদে উঠলো।

আসলেই সুমন ভাইয়ার বিসিএসে টিকে যাওয়াতে মিতুর মন খারাপ। কারন এর পর কি হবে মিতু খুব ভাল করে জানে। সুমন ভাইয়া অনেক দিন থেকেই উপর তলার রমিজ আঙ্কেলের মেয়ে নিথিকে পছন্দ করে। নিথি এতোদিন তাকে পাত্তা দেয় নি কিন্তু এবার দিবে। বিসিএস ক্যাডারকে পাত্তা দেবে না এমন মেয়ে খুব কমই আছে এদেশে। পারিবারিক ভাবে হয়তো বিয়েও ঠিক হয়ে যাবে। রমিজ আঙ্কেলও বিয়ের জন্য অমত করবে না।

মিতুর মা মেয়েকে আদর করতে করতে বলল
-আমি কি সুমনের বাবার কাছে প্রস্তাব পাঠাবো?
মিতু ফোঁফাতে ফোঁফাতেই বলল
-না।
-কেন না?
-আমি তো নিথির মত দেখতে এতো সুন্দর না। আমি তো দেখতে কালো।
-কে বলেছে তুই কালো? এটাকে কালো বলে? আর সুমন তো তোকে পছন্দ করে। করে না?
-ঐভাবে করে না।
তুই তো করিস? ভালবাসিস না ওকে? তাহলে কেন বলিস নি এতোদিন? যখন ওর সাথে কথা বলেছিস এতোদিন তখন কেন বলিস নি?

মিতু কোন জবাব না দিয়ে মাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরলো। ওর কান্না আসতে লাগলো খুব বেশি।

দুই
এদিকে সুমনদের বাসাতে আনন্দের বন্যা বয়ে চলেছে। সবার মন ভাল। উপর তলার নিথিরাও এসেছে। তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে। রাতের খাবার তারা একসাথে খাবে।
কিন্তু সুমনের মনে চলছে অন্য কিছু। আজকেই নিথিদের এভাবে ডেকে আনার পেছনে মায়ের একটা আলাদা উদ্দেশ্য আছে সুমন সেটা জানে।

ভালবাসার অনু-গল্প সমগ্রWhere stories live. Discover now