সুপ্ত সুপ্তির গল্প (২.০)

1.3K 42 5
                                    

সুপ্তির সাথে এভাবে আবার দেখা হবে যাবে আমি কোন দিন ভাবি নি । একটা ধরনা ছিল যে কোন একদিন ওর সাথে আমার দেখা হবে । তবে সেটা যে এমন ভাবে হবে তা আমি ভাবি নি । সুপ্তিও নিশ্চয়ই ভাবে নি । ওর চেহারা দেখেই আমি সেটা বুঝতে পারছিলাম ।

সুপ্তির হাসব্যান্ড ডা. নিয়েল সুপ্তির দিকে তাকিয়ে বলল
-কই দেখো তোমার কোনটা পছন্দ ?
সুপ্তি নিজেকে সামলে নিল । তারপর বলল
-আমার তো সব গুলোই ভাল লাগছে ।
-আরে বিয়ের আর মাত্র একমাস বাকি । এর ভেতরে ফ্ল্যাটের সব কাজ শেষ করতে হবে । আর উনি তো আমাদের জন্য বসে থাকবে না । উনার আরও কাজ করতে হবে নাকি !

তাহলে এখনও বিয়ে হয় নি । সামনের মাসে বিয়ে । যাক ভাল ।
কেন জানি এটা জানতে পেরে নিজের কাছেই ভাল লাগলো । কোন কারণ নেই তবুও ভাল লাগলো ।

সুপ্তি ওর হবু হাজব্যান্ডের দিকে তাকিয়ে বলল
-আচ্ছা ঠিক আছে, আমি দেখছি । তোমার না হাসপাতালে যাওয়ার কথা !
-হ্যা ! কিন্তু তোমাকে নামিয়ে দেব না ?
-লাগবে না । তুমি চলে যাও । আমি ওনার সাথে বসে আরও একটু ভাল করে দেখি । তারপর ঠিক করি কোন ডিজাইনটা নিব ! কোন ঘরে কোনটা নিবো সেটাও একবার দেখেই ঠিক করার কথা না !


ডাক্তার সাহেব কি যেন ভাবলেন ! তারপর বললেন
-আচ্ছা ঠিক আছে । আমি তাহলে উঠি এখন !
আমাদের রেখেই উনি উঠে চলে গেলেন ! সুপ্তি আমার দিকে একভাবে তাকিয়ে থাকলো কিছুটা সময় ! তারপর বলল
-কেমন আছো ?
আমি কি জবাব দিবে খুজে পেলাম না । এতো দিন পরে দেখা !
সুপ্তির সাথে !
আমার সেই ছোট্ট নিশ্চুপ সুপ্তি !

তখন সবে মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছি । কিন্তু ক্লাশ শুরু হয় নি । ক্যাম্পাসে একটা ঝামেলা চলছিলো বলেই আমাদের ক্লাস শুরু হতে দেরি হচ্ছিলো । আমার অবশ্য সেটা নিয়ে চিন্তা ছিল না । আমি আরাম করে বাসায় ছিলাম । তবে আবেদ স্যার আমাকে শান্তি মত থাকতে দিলেন না । বললেন যে আমি নিউ ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের ক্লাস নিই । স্যারের কোচিংয়েই ক্লাস করে পাশ করেছি । তাই মানা করতে পারলাম না । রাজি হতেই হল ।

সুপ্তিসেই ক্লাসেরই একজন স্টুডেন্ট ছিল । সুন্দরী হিসাবে পুরো এলাকা জুড়ে তার খ্যাতি ছিল । অবশ্য আরও একটা কারণ ছিল । মেয়েটি ছিল স্থানীয় মেয়রের মেয়ে । আর তার চাচা ছিল পুরো এলাকার এমপি ! সবাই তাকে এক নামে চিনতো । পুরো এলাকা জুড়েই ছিল তাদের প্রভাব প্রতিপত্তি !

ভালবাসার অনু-গল্প সমগ্রWhere stories live. Discover now