প্রণয়াখ্যানের শুরু

Comenzar desde el principio
                                    

দরজা থেকে চেন,কাই,চানিয়ল আর সো দেখছিলো দুই ভাইয়ের এই মিলনমেলা দেখছে চোখে ভালোবাসব আর মুখে চন্দ্রোজ্জল হাসি নিয়ে,তারাও কতোদিন পর দেখছে সুহোকে,এই ৩ বছর কোনো খবরই ছিলো না সুহোর,হঠাৎ করেই গত পরশু সুহোর ফোন,সুহো ফেরত আসছে,আর সেহুনকে সারপ্রাইজ দেবে বলেই জানায়নি কেউ।
"ভাই ভাইয়ের এই মিলনমেলা আর কতদিন চলবে?এই মানুষটা যার আজকে সবচেয়ে স্পেশালদিন,সে যে এইভাবে এখানে দাড়িয়ে আছে কেউ কি একবারে খেয়াল করেছে?"শিউমিনের চিল্লানি শুনে সবাই যেনো নিজেদের হুঁশ ফেরত পেলো।
"ও আমার ভালোবাসা,কোথায় ছিলে এতোক্ষণ,আমি তো তোমাকেই খুঁজছিলাম" চানিয়লের চোখে চোখ টিপ দিয়ে চেন যেয়ে শিউমিনকে জড়িয়ে ধরে।

ততোজ্ঞণে সুহো আর সেহুনও নিজেদের চোখ মুছে হাসছে শিউমিন আর চেনের ভালোবাসা দেখে।

শিউমিন আর চেনের সম্পর্কের আপগ্রেডের মানে দীর্ঘ ৩ বছর ডেটিংয়ের পর আজ থেকে তারা একসাথে থাকা শুরু করবেন নিজেদের বাড়িতে,অন্যান্য নতুন কার্লদের তুলনায় শিউমিন আর চেন অনেক ধীর ছিলো বললেই চলে,এটা শিউমিন আর চেন দুজনেই খুব ভালো করে জানতো।কেনো যেনো ওরা দুজনেই কোনো তাড়াতাড়ি করতে চায়নি ওদের সম্পর্ক নিয়ে,ওরা ধীরে ধীরে এগোতে চেয়েছে,সম্পর্কটা তো আর ১/২ দিনের জন্য নয়,এটা হবে সারা জীবনের জন্য।যাক না একটু ধীরে।নিজেদের জেনে নিক না আগে,কার কি ভালো লাগে না লাগে,হয়তো বা এটা টেম্পোরারি ক্রাশও তো হতে পারে,২ সপ্তাহ পর আবার মিলিয়ে যাবে,থাকবে না কোনো অনুভুতি,চেন আর শিউমিনের দুজনেরই প্রথমবার ছিলো কারো সাথে সম্পর্কে জড়ানোটা,তাই কেউই রিস্ক নিতে চায়নি,প্রথম ভালোবাসা আদৌ ভালোবাসা কিনা তা জেনেই দুজন এগিয়েছিলেন,গত বছর থেকেই দুজন এক সাথে থাকার প্ল্যান করছিলেন,তাই একটু একটু করে জমিয়ে আজ নিজেদের এই বাড়ি কেনা,যেখানে সারাটা জীবন ভালোবাসার মানুষটার হাতে হাত রেখে কাটিয়ে দেয়া যাবে।

রাত প্রায় তখন ১১:৩০ টা,সবাই খাবার শেষে এখন আড্ডা দিতে বসেছে আর আড্ডা দেয়ার প্রথম অংশ হচ্ছে নতুন কাপলকে তাদের হাউজ ওয়ার্মিং পার্টির গিফট দেয়া,
সবসময়ের মতো আজো কাই আর সো মিলে একটা,চানিয়ল আর বেকহিয়ুন মিলে একটা গিফট এনেছে আর মাক্নে সেহুনের এ বিষয়ে কোনো মাথাব্যথাই নেই,তাই সুহোর গিফটের সাথেই তার নাম জুড়ে দেয়া হলো।

Has llegado al final de las partes publicadas.

⏰ Última actualización: Feb 20, 2019 ⏰

¡Añade esta historia a tu biblioteca para recibir notificaciones sobre nuevas partes!

Heart's DesireDonde viven las historias. Descúbrelo ahora