লেখকের কিছু কথা

93 13 6
                                    

ধন্যবাদ আপনাকে!
জানি, সব লেখক ভূমিকা শুরুতে দেয়। কিন্তু সত্যি বলছি, এটা কোনো ভূমিকা নয়। উপসংহার বলতে পারেন!

গল্পটা লেখার পটভূমি সম্পর্কে একটু বলে নেয়া দরকার বলে ভাবলাম। তাই এই অংশ।

মূলত এটি আমি লিখেছিলাম ২০১৮ সালে যখন "সড়ক দুর্ঘটনা বিরোধী আন্দোলন" চলছিল সারাদেশে। স্কুল কলেজের শিক্ষার্থীরা ছিল সেই আন্দোলনের কেন্দ্রবিন্দু। যদিও তাতে তেমন একটা লাভ হয় নি, তবে সরকার একটু হলেও বিষয়টাকে গুরুত্ব দিয়েছিল।

এমনই কোনো এক বিকেলে কোচিং এর চার দেয়ালে বন্দী থেকে অঙ্ক করার সময় গল্পের বিষয়বস্তু মাথায় আসে! আর সে থেকেই লিখে ফেলি গল্পটা। তাছাড়া, বাস নষ্ট হবার (বৃষ্টির সময়টুকু বাদে) এবং ফেরির ছাদে বসে থাকার যে অংশটা আছে, সেটা সম্পূর্ণই ব্যক্তিগত অভিজ্ঞতা!

নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে চলে আসবো৷ সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
বিদায়!


নীলাঞ্জনা নীলিমা
২৭.১১.২০২০
শুক্রবার

পথের মাঝের গল্প Tahanan ng mga kuwento. Tumuklas ngayon