যাত্রা-সূচনা

148 17 26
                                    

সকাল ৮টা..........

হঠাৎই নীলিমার ফোন বেজে উঠলো।

ঘুম ঘুম চোখে নীলিমা ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে মায়ের কণ্ঠটা শুনতে পেল।

- কিরে এখনও ঘুমোচ্ছিস?

ঘুম-ঘুম ভাবেই নীলিমা বলল,
- হুম! কি হয়েছে?

-তোর না সাড়ে ন'টার সময় গাড়ি? এখনো ঘুমোচ্ছিস!!

বালিশের পাশ থেকে হাতঘড়িটা দেখে নিয়ে নীলিমা বলল,
- মা! বাস সাড়ে ন'টায়, এখন মাত্র বাজে ৮টা! আমার এখান থেকে বাসস্ট্যান্ডে যেতে লাগে ১৫মিনিট!

- হুম, তা ঠিক আছে, কিন্তু রেডি হতে তো লাগে ৪৫মিনিট! এখনই ওঠ!

নীলিমা কিছুটা বিরক্ত হলেও উঠে পড়লো। ফোনের ওপাশ থেকে নীলিমার মা বললেন,

- বাস ছাড়লেই ফোন দিয়ে জানাবি! ঠিক আছে?

নীলিমা বলল,
- আচ্ছা, মা! এখন রাখি।

- ঠিক আছে। মনে করে ফোন দিবি কিন্তু!

- ঠিক আছে।

নীলিমা ফোন রেখে দিল। এরপর ফ্রেশ হয়ে, বাসার ছোট-খাটো কাজ শেষ করে ন'টার সময়ই নিজের লাগেজ নিয়ে বেরিয়ে পড়লো নীলিমা; যদিও এই দু'ঘণ্টার মধ্যে মা তাকে কম হলেও ১০বার ফোন দিয়েছেন।

রাস্তা পুরো ফাঁকা। অবশ্য ফাঁকা হবে না-ই বা কেন? কালকে ঈদ, আর আজকে নীলিমা যাচ্ছে গ্রামের বাড়িতে। অফিস ৩দিন আগেই বন্ধ দিয়েছে। কিন্তু নীলিমা টিকিট পেলেও যেতে চায়নি ছুটির পরের কিছু কাজ আগেই শেষ করে রাখার জন্য। এবার ঈদের পর কিছু বেশিদিন ই থাকবে বলে ভাবছে।

৯:২০ এই বাস স্টপেজে পৌঁছে গেল। এরপর লাগেজ বাসের বাক্সে রেখে বাসে উঠলো। নিজের সিট E1 এ গিয়েই দেখলো, E2 তে একটি লোক বসে আছেন! কিন্তু টিকিট কাটার সময় তো ম্যানেজার সাহেবকে হাজার বার বলে দিয়েছিল ও যেন কোনো মহিলার পাশে সিটটা দেয়...

সিটের সামনে এসে দাঁড়িয়েই নীলিমা পাশের সিটের লোকটাকে বলল,
-Excuse Me......

বাকি কথাটা আর বলতে হলো না, লোকটা নিজেই উঠে নীলিমা কে বসার জায়গা করে দিয়ে বলল,
- Oh, sure!

নীলিমার একটু অস্বস্তি লাগছিল। প্রথমত, এই প্রথমবার নীলিমা একা বাড়িতে যাচ্ছে। দ্বিতীয়ত, পাশের সিটে অচেনা একজন লোক। লোক না বলে নীলিমার বয়সী তরুণ বলা ই  ভালো।

নিজের সিটে বসতেই ওর বিপরীতেই দুটো বাচ্চা- একজনের বয়স ৪-৫ বছর, অন্যজন খুব বেশি হলে ১০-১১মাসের- নিয়ে বসা E3, E4 সিটের একজন মহিলা বললেন,

- Excuse Me! আসলে আপনার পাশের সিটটা আমারই ছিল। আর আমার Husband এর সিট ছিল এখানে। কিন্তু পুরোটা রাস্তা দুই ছেলেকে নিয়ে যাওয়াটা আসলে একটু কষ্টকর, তাই উনার সাথে এক্সচেঞ্জ করে নিয়েছি! তবে আপনি যদি বেশিই Awkward Feel করেন তাহলে নাহয় আমি...........

বাকি কথা বলার আগেই নীলিমা হেসে বলল,

- না না! কোনো সমস্যা নেই! আপনি ওখানেই বসুন! এতখানি রাস্তা দুটো ছেলেকে সামলানো সহজ কথা নয়!

ওই মহিলাও হেসে বললেন,
- আপনাকে অনেক অনেক ধন্যবাদ!

নীলিমাও হেসেই প্রত্যুত্তর দিলো৷

------------------------------------------------------------------------------

নীলাঞ্জনা নীলিমা
২১.১০.২০২০
বুধবার

পথের মাঝের গল্প Where stories live. Discover now