অচিন-পথে চেনা-জানা

85 16 14
                                    

যেহেতু ঈদের আগের দিন বলে কথা, যাবার সময় রাস্তায় যে বেশ ভালোই যানজটের সম্মুখীন হবে, সে মানসিক প্রস্তুতি নিয়েই বেরিয়েছিল নীলিমা। কিন্তু এমন অবস্থায়ও পড়তে হতে পারে, সে কথা একবারের জন্যও ভাবেনি ও!

পুকুরপাড়ে দাঁড়িয়ে কচুরিপানা ফুলগুলো দেখছিল নীলিমা! ইশ! কি সুন্দর! এমন সময় পেছন থেকে আওয়াজ এলো,


- কচুরিপানা ফুলগুলো খুব সুন্দর, তাই না?

নীলিমা চমকে উঠে পিছনে তাকালো। দেখলো অয়ন দাঁড়িয়ে আছে। নীলিমা বলল,

- ও! আপনি! হ্যাঁ, ফুলগুলোই দেখছিলাম!.

অয়ন বলল,
- নেবেন নাকি ক'টা?

নীলিমা হেসে বলল,
- না..... না! ওগুলো পুকুরের জলেই ভালো লাগছে।

অয়ন বলল,
- আপনার হাতেও কিন্তু কম মানাবে না! যদিও পুকুরের জলেই ওগুলোর মূল সৌন্দর্য লুকিয়ে আছে!

- হুম। আচ্ছা, গাড়ি সারতে কতক্ষণ লাগবে?

- সুপারভাইজার সাহেব বললেন যে ঢাকা থেকে নতুন টায়ার আনা হচ্ছে৷ এদিকে, বাসে উঠে আমরা প্রায় দু' ঘণ্টার রাস্তা পার করে ফেলেছি। এর মানে আরও কমপক্ষে দেড় ঘণ্টা তো লাগবেই!

নীলিমা কে একটু চিন্তিত দেখালো। নীলিমা বলল,
- তাহলে আমি.......

নীলিমা কথা শেষ করার আগেই অয়ন বলল,
- মণিহার যেতে যেতে তবে সন্ধ্যে হয়ে যাবে। এই মাগরিবের আজানের একটু আগে-পরে হতে পারে।

- ও আচ্ছা! মানে, আপনার তো পৌঁছুতে আরও দেরি লাগবে।

- তা তো লাগবেই!

অয়ন নামের লোকটিকে দেখে নীলিমা'র বেশ ভালোই মনে হলো। বেশ ভদ্রও আছে মনে হচ্ছে। নীলিমার একই জায়াগায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। তাই সে বলল,

- চলুন, জায়গাটা একটু ঘুরে দেখি। দেড়-দুই ঘণ্টা তো আর এখানে দাঁড়িয়েই পার করে দেয়া যায় না, কি বলেন?

পথের মাঝের গল্প Where stories live. Discover now