২৮

495 26 1
                                    

" শোন না, আমি আজ কোন কানের দুলটা পরব? ওই যে ঝুমকো মতো ওটা নাকি মুক্তো বসানো টপের মতো, সেটা?"

কিন্তু ফোনের ওপাশ থেকে একটা নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেল না নিঝুম। উত্তর না পেয়ে প্রশ্নটা আবারো করল ও অরণ্যকে।

"আমি তোমার কোন কথারই উত্তর দিব না। আমার খুব মন খারাপ। আমি কাল থেকে বলছি আমি কোন পাঞ্জাবি পরব ঠিক করে দাও কিন্তু তুমি তার কোন উত্তরই দিচ্ছ না।  আসলে কোন আগ্রহই নাই তোমার আমার ব্যাপারে," অরণ্য রীতিমতো অভিযোগ করে বসল নিঝুমকে।

"তার মানে? অরণ্য আমি নিজে তোমার কাপড়গুলো বক্সে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মার্কিং ও করে দিয়েছি যে কোনটা হলুদের, কোনটা বিয়ের, কোনটা বৌভাতের। তারপর তুমি কী করে সেটা বুঝতে পার না আমার তো মাথায়ই আসছেনা," নিঝুম অবাক না হয়ে পারল না। এই লোক দিনকে দিন একটা অবুঝ বাচ্চায় পরিনত হচ্ছে।

"আমি তো একবারও বলিনি যে তুমি দাওনি কিন্তু হলুদের কাপড়ের বক্সে দুইটা পাঞ্জাবি, আমি কোনটা পরব?"

"যেটা তোমার পছন্দ হবে... আসলে আব্বুর দুটোই পছন্দ হয়েছিল,তাই দুটোই কেনা হয়েছে।"

"কিন্তু আমি তো একটাও পছন্দ করতে পারছিনা। "

"মানে! দুটোর একটাও তৈভালো লাগেনি?"

"না মানে দুটোই অনেক ভাল লাগছে কিন্তু দুটো তো আর আমি একসাথে পরতে পারছিনা, তাই তুমি যে কোন একটা আমাকে ঠিক করে দাও।"

"আচ্ছা তাহলে তুমি ভিডিও কল দাও,আমি দেখে বলছি।"

"না, মোবাইলে ওভাবে দেখলে কিছু বোঝা যায় নাকি? সামনা সামনি না দেখলে কিচ্ছু বোঝা যায় না।"

"তোমার মাথা গেছে, আমি সামনা সামনি দেখব কী করে?"

"খুব সহজ... ইচ্ছা থাকলেই উপায় হয়। আমি পাঞ্জাবি নিয়ে চলে আসছি আগোরার সামনে, তুমি বারোটার মধ্যে ওখানে চলে আসো।"

এতক্ষনে পাঞ্জাবি নিয়ে টানা হেচাড়া করার কারন মাথায় ঢুকল নিঝুমের। কী দুর্বুদ্ধি এই লোকের..

"কিন্তু অরণ্য"

"কোন কিন্তু না, তুমি আসছ, আর এটা ফাইনাল ঝুম," বলেই ফোনটা কেটে দিল অরণ্য।

লুকোচুরি Where stories live. Discover now