I'm sorry

5 0 0
                                    

দুঃখের সাথে বলতে হচ্ছে এই যে। এই গল্পের লেখিকা সে ৩০ আগস্ট ২০২৩ এ উনার আম্মু ইন্তেকাল করেন। তিনি এ  আগে থেকে অনলাইনে আসে না এর আনুমানিক ৩-৪ মাস আগে তার আব্বু ইন্তকাল করেন।  আমি যখন গল্প দেয়া শুরু করি উনি অফলাইনে যায়। তারপর পর পর দুটি আঘাতে তিনি আর ফিরে আসে নি অনলাইন জগতে। হয়তো আছে তার অন্যকোনো ব্যক্তিগত জায়গায়। এতে তার সাথে আরো আগে যোগাযোগ করা যাচ্ছে না ।

আমি যেহেতু একজন পরীক্ষার্থী ছিলাম তাই আমি ৬-৭ মাস লেখা গুলো সংগ্রহ করি নি। আমি কাছে যতোটুকু লেখা ছিল আমি দিয়েছি। এখন যেহেতু তাকে কোনো ভাবে যোগাযোগ করতে পারছি না তাই এই গল্প অনির্দিষ্ট অবদি বন্ধ থাকবে। আমি আবার ও বলছি এই গল্প অনির্দিষ্ট সময় অবদি বন্ধ থাকবে।

যদি এর মাঝে লেখিকার সাথে যোগাযোগ সম্ভব হয় তবে পরের পর্ব আসবে ইনশাআল্লাহ  না হয় আর ৫-৯ পর্ব চ
আসবে না।

ইতি
প্রফাইল হোলডার এবং খুদ্র লেখিকা
জিয়ন মিম

গল্প : secret admirer 2
লেখিকা :  Alloha Sarsalmaz
গল্প বন্ধের কারন : যোগাযোগ সম্ভব হচ্ছে না

You've reached the end of published parts.

⏰ Last updated: Mar 14 ⏰

Add this story to your Library to get notified about new parts!

Secret Admirer 2Where stories live. Discover now