একদম একা, নাকি না?

2 0 0
                                    

আই হোল দিয়ে তাকালো সামনে। ছাতা হাতে কাব্য এসে দাঁড়িয়েছে দরজায়। তাড়াতাড়ি খুলে দিলো সে।

কাব্য ওর অতি পুরনো বন্ধু আর প্রতিবেশী। প্রতিবেশী বলতে পাশের পাড়ায় থাকে। খুব সহজ সরল ছেলে ও। এই ঝড় বৃষ্টির রাতে ওর সব ফেলে ওর কাছে কেন আসলো কাব্য তা ও বুঝতে পারছে না।

ভেতরে ঢুকে তখনও হাপাচ্ছে ও জোরে জোরে। সৌম্য কিছু জিজ্ঞাসা করার আগেই কাব্য বলে ওঠলো, 'তোর একটা হেল্প লাগবে'

'কী হেল্প?'

'অনু হঠাৎ খুব অসুস্থ হয়ে গেছে। মনে হয় আজকে রাতেই কিছু হয়ে যাবে। এই ঝড়বৃষ্টির রাতে ওকে একা বাসায় রেখে প্রায় একঘন্টা ধরে ট্যাক্সি আর উবার খুঁজলাম। কোথাও কেউ নেই। তোর গাড়িটা খুব দরকার।'

সৌম্যর মনে পড়লো অন্বেষার কথা। অন্তঃসত্ত্বা অন্বেষা। কাব্য-অন্বেষার ঘর আলো করে আসবে নতুন শিশু। শেষবার ওদের একসাথে দেখে সৌম্যর খুব ভালো লেগেছিলো। কী সুন্দর একটা কোমল অকৃত্তিম হাসি ছড়িয়ে ছিলো ওদের চোখেমুখে। সৌম্যর নানা সময় অসময়ের বিপদে কাব্য সবসময় ওর পাশে ছিলো।

সৌম্য তাড়াতাড়ি ঘরে ঢুকে চাবিটা খুঁজে নিয়ে এসে কাব্যর হাতে তুলে দিলো।

শোন টেনশন করিস না।

আচ্ছা, আচ্ছা। বলে দ্রুত বাইরে যেতে চাইলো কাব্য।

এক কাজ কর, রাইসুল কাকাকে নিয়ে যা সাথে। তুই বরং অন্বেষাকে দেখে রাখ। এতো প্রেসার নিয়ে গাড়ি চালানোর চাপ নেবার দরকার নেই।

মাথা নাড়লো কাব্য। সৌম্য বাইরে কল দিয়ে জানিয়ে দিলো রাইসুল কাকাকে। সৌম্যর কেয়ারটেকার, ড্রাইভার, দারোয়ান সব রাইসুল কাকা। এই বাড়িতে উঠে আসার পর থেকে উনিই ওর সব কাজের দায়িত্ব সামলেছেন। বৃদ্ধ, কিন্তু নির্ভরযোগ্য এমন মানুষ যার কাছে সৌম্য সব বিষয়ে ভরসা রাখতে পারে।

কাব্য বেরিয়ে গেলো রাইসুল কাকাকে সঙ্গে নিয়ে, এবার ঘরে এবং বাইরেও সৌম্য পুরোপুরি একা। একাকীত্ব ওকে বিরক্ত করে না। বরং এই বৃষ্টির রাত খুব ভালো, কোন ব্যস্ততা নেই। স্কচের গ্লাসে চুমুক দিয়ে গান শুনতে শুনতে মাথা এলিয়ে দিলো আবার কাউচে। কিন্তু আজ ডোরবেলটা ওকে কিছুতেই ছুটি দিতে চাইছে না।

আবার আই হোল এ চোখ। এবার রেইনকোট পরিহিত এক মানুষ। বাইরে থেকে চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছেনা।

'কে' বলে উঠলো সৌম্য।

আমাকে একটু সাহায্য করবেন? আমি প্রচুর বিপদে পড়েছি। আমার সেলফোনটা নষ্ট হয়ে গেছে। একটা টেলিফোন করতাম।

একটু সময়ের জন্য ধন্দে পড়ে গেলো সৌম্য। পরে মনে হলো, বিপদে পড়া মানুষকে অবশ্যই সাহায্য করা উচিত, একটু আগে করেছেও সে। আরেকবারেও চাপ নিতে ক্ষতি নেই। খুলে দিলো সে দরজা। 

এক  রাতের গল্পDonde viven las historias. Descúbrelo ahora