বন্ধু

3 1 0
                                    

বন্ধু চল না আবার রাত জেগে কথা বলি
চল না আবার সারাদিন ঘুরে বাড়াই
চল না আবার পেট ভরে ফুচকা খাই
চল না বন্ধু প্লীজ​॥

বন্ধু বল না একবার আমার সাথে কথা
হ​য়ে যা আবার আমার শত ভুলের বারণ​
হ​য়ে যা আবার আমার মুখের হাসির কারণ​
প্লীজ বন্ধু প্লীজ​॥

বন্ধু তুই ছাড়া আর কে আছে বল আমার​
দে না আবার আমাকে বকে
দে না বসিয়ে একটা চর আমার গালে
তোর থেকে দূরে সরে যাওয়ার শাস্তি হিসাবে॥

বন্ধু ফিরে আয় না আবার
ক্ষমা করে দে না আমায়
আর ছেড়ে যাব না তোকে
এই যে কথা দিলাম

নিজের জিনিস নিজের করে নিবি না বন্ধু?
এই বুঝি ছিল তোর বন্ধুত্ত্ব​?

রুপকথাWhere stories live. Discover now