মেঘবালিকা - ৩

2 0 0
                                    

এই নির্ঘুম রাত
রাতের আকাশে তারা
তারাদের মিটিমিটি জ্বলে ওঠে
সাথে এক কাপ চা
চায়ের ধোয়ায় তোমার অনুভূতি
সেই অনুভূতি দিয়ে তৈরী তোমার চিঠির প্রতিটি অক্ষর
সেই অক্ষরে হয়ে যাওয়া আনমনা আমি
বসেছি লিখতে তোমায় চিঠি
নিয়ে একরাশ অভিমান আর ভালোবাসা
ইতি তোমার মেঘবালিকা।

রুপকথাWo Geschichten leben. Entdecke jetzt