মেঘবালিকা - ৫

4 0 0
                                    

শব্দেরা উঁকি দেয়
বর্ণেরা করে খেলা
তবুও যে হতে চায় না তারা
কোন কবিতারই অংশ।

অজানা কোন এক অভিমানে
করে আছে যে তারা মুখ গোমরা
জানতে চাইলে যে কারণ
বলে না কোন কথা।

এ কি ভিষণ জালায়
পরলো যে মেঘবালিকা
পারছে না যে লিখতে
কাব্যের জন্য একটিও কবিতা।

দেখতে পেল সে
আশার এক ফোটা আলো
যখনই ভাবলো সে
শুধুই কাব্যের কথা।

শব্দেরা দুলে উঠলো
বর্ণেরা ধরা দিল
মিলে একসাথে তারা
তৈরি করলো একটি কবিতা কাব্যের জন্য।

রুপকথাWhere stories live. Discover now