তুমি...?

10 1 0
                                    

আজ বেঁচে থাকা বড় দায়
তোমায় ছাড়া,
ভাবি নি আসবে এমন‌ও দিন
ছন্নছাড়া।
কোথায় তুমি?
ভালো আছো তো?
আমায় মনে পরে কি?
নাকি মেঘেদের ভিড়ে আজ
আমার স্মৃতিগুলো বিলীন?
আজ আমি বড় একা
নিঃস্বঙ্গ আর অবহেলিত,
তুমি ছাড়া এ ভুবন
শুধুই যে একাকিত্ত।
আজ তোমায় মনে পড়লেও
মনে পড়া যে বারণ,
তোমার ঠাই শুধুই
এই মনের কোণে আজীবন।

রুপকথাWo Geschichten leben. Entdecke jetzt