মুখোশ

16 3 0
                                    

~~~~~

মুখোশ এর আড়ালে
রয়েছ তুমি লুকিয়ে চিরকাল।
সেই অদৃশ্যতার মুখোশ তোমার।
জানা অজানার মাঝে হারিয়ে গিয়ে,
চেয়েছিলে যেনো কেউ না দেখে।
সফল হয়েছ ফাঁকি দিতে সবার চোখ।
কিন্তু পারোনি আমাকে আটকাতে।
তোমার মনের আনছে কানাচে,
শুধুই যে বিষাদের সুর বাজে।
হয়তো খুব গভীরে চলে গিয়েছিলাম,
তোমার মনের রহস্য ভেদ করতে গিয়ে।
তাই হয়তো দূরে সরিয়ে দিলে তুমি,
কারণ তোমার মুখোশ আমার সামনে রয় না।
ভয় পাও তাই তুমি আমাকে ভালোবাসতে,
কারণ আমার কাছে তুমি পারোনি লুকাতে।

~~~~~

ছন্দের রেশ Where stories live. Discover now