বন্ধু

15 2 2
                                    

~~~~~

বইগুলো যদি কথা বলতো,
তাহলে আর খুঁজতে হতো না বন্ধু,
কাটিয়ে দিতাম সারাটা দিন,
তাদের সঙ্গে, তাদের সাথে মিশে,
অনুভব করতাম সেই হারানো ছেলেবেলা,
সেই হরবোলার মধুর বাঁশি শুনে ঘুমাতাম।
পাতায় পাতায় ঝাঁপিয়ে উঠত,
সেই বীরপুরুষ ও রমণী,
কবিতার রস গড়িয়ে পড়তো,
প্রত্যেক পাতার ভাঁজের রহস্যে।
জীবন হয়তো বা হতো পরিপূর্ণ।

~~~~~

ছন্দের রেশ Where stories live. Discover now